এইমাত্র
  • জামায়াতে যোগ দিলেন বিএনপি’র সাবেক এমপি
  • ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
  • যারা নির্বাচন চায় না, তারাই হাদির ওপর হামলা করেছে: সালাউদ্দিন আহমেদ
  • ‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’
  • রাজধানীতে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
  • হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
  • হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
  • হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান
  • এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
  • ওসমান হাদির অর্গান কাজ করছে: তাসনিম জারা
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান ভারতের

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৪:১২ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৪:১২ পিএম

    টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান ভারতের

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৪:১২ পিএম
    সংগৃহীত ছবি

    আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে হওয়ার কথা মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কিন্তু তার আগে গত ৫ আগস্ট বাংলাদেশে ঘটেছে রাজনৈতিক পটপরিবর্তন। ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগ শাসনের অবসান ঘটেছে। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলেও অস্থিরতা পুরোপুরি কাটেনি। বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞাও দিয়েছে। এমন অবস্থায় বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

    বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন বেশ কঠিন ব্যাপার। গত ৫ আগস্টই জানা গিয়েছিল, বিশ্বকাপের জন্য বিকল্প ভেন্যুর কথা ভাবছে আইসিসি। বাংলাদেশে শেষ পর্যন্ত মেয়েদের ক্রিকেটের এই মেগা ইভেন্ট আয়োজন সম্ভব না হলে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি ভারতের নামও ভাবছিল তারা।

    আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করেছে, অক্টোবরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতকে আয়োজনের জন্য অনুরোধ করেছে। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন বিসিসিআই সচিব জয় শাহ।

    তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে ভিন্ন কথা। ভারতকে বিশ্বকাপ আয়োজনের অনুরোধ নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে করা হয়েছে। সংবাদমাধ্যমটি এই খবর দিয়েছে বিসিসিআই সচিব জয় শাহ'র বরাত দিয়ে। তবে বিসিবি আবার এই খবর নাকচ করে দিয়েছে।

    ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বিসিবি ভারতকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের অনুরোধ জানিয়েছে। তবে সেই অনুরোধ তারা নাকচ করে দিয়েছে।

    সংবাদমাধ্যমটি জয় শাহ'র বক্তব্য এভাবে প্রকাশ করেছে, ‘তারা বিসিসিআইকে অনুরোধ করেছে ইভেন্টটি আয়োজন করতে পারবে কি না। কিন্তু আমি স্পষ্টভাবে না করেছি। তখন (অক্টোবরে) মৌসুমি বৃষ্টিপাত থাকবে এবং আগামী বছর আমরা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করব। পরপর দুটি বিশ্বকাপ আয়োজন করতে চাই, এমন ধারণা আমি দিতে চাই না।’

    এদিকে সেপ্টেম্বরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দলের ভারত সফরে যাওয়ার কথা। ১৯ সেপ্টেম্বর কানপুরে টেস্ট দিয়ে এই সফর শুরু হওয়ার কথা। জয় শাহ এই সিরিজ নিয়েও কথা বলেছেন।

    তিনি বলেন, ‘আমরা তাদের (বাংলাদেশের কর্তৃপক্ষ) সঙ্গে কথা বলিনি এখনো। সেখানে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে অথবা আমি তাদের সঙ্গে যোগাযোগ করব। বাংলাদেশের বিপক্ষে সিরিজটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

    এদিকে আগামী ৩ অক্টোবর শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার কথা। বাংলাদেশ শেষ পর্যন্ত ইভেন্টটি আয়োজনে ব্যর্থ হলে বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত অথবা শ্রীলঙ্কাকে বেছে নিতে আরে আইসিসি।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…