এইমাত্র
  • হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা ফখরুলের
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কক্সবাজারে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠার পর যুবকের মরদেহ উদ্ধার

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৯:৪৫ এএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৯:৪৫ এএম

    কক্সবাজারে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠার পর যুবকের মরদেহ উদ্ধার

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৯:৪৫ এএম

    স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠার পর কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মোহাম্মদ সেলিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    রবিবার (১৮ আগস্ট) দুপুরে ঝাউতলা এলাকার আল-হেরা নামের হোটেলটির তৃতীয় তলার ৩২৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

    নিহত মোহাম্মদ সেলিম ঈদগাঁও উপজেলার সাতঘটিয়াপাড়ার ইউসুফ আলীর ছেলে। তার স্ত্রীর নাম কামরুন নাহার।

    কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, শনিবার দুপুরে কোমর ব্যথাজনিত কারণে ডাক্তার দেখানোর কথা বলে বের হন তার স্বামী। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। স্বামীর ফোনে রবিবার দুপুরে ফোন করলে পুলিশ ফোনটি রিসিভ করে মৃত্যুর বিষয়টি জানায়। কক্সবাজার সদর হাসপাতালের মর্গে এসে স্বামীর পরিচয় শনাক্ত করেন তিনি। তাদের সংসারে ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

    ওসি মো. রকিবুজ্জামান জানান, শনিবার এক নারীকে নিজের স্ত্রী পরিচয়ে হোটেলের ৩২৫ নম্বর কক্ষে উঠেন সেলিম। এরপর বরিবার দুপুরে হোটেল কর্তৃপক্ষ রুম পরিষ্কার করতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ‍পুলিশ মরদেহটি উদ্ধার করে। সঙ্গে আসা নারী পালাতক রয়েছে। হোটেল কর্তৃপক্ষের কাছে এই ব্যক্তির নাম ছাড়া আর কোনো তথ্য পাওয়া যায়নি। পরে এই ব্যক্তির ফোনে আসা একটি কলের সূত্র ধরেই পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং জানা গেছে নারীটি তার স্ত্রীও ছিল না।

    তিনি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

    ওসি বলেন, ইতিমধ্যে হোটেলের সিসিটিভির ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…