ট্রপোনিন-আই পরীক্ষা হল একটি রক্ত পরীক্ষা যা হার্ট অ্যাটাক এবং অন্যান্য হার্টের ব্যাধিতে হার্টের ক্ষতির ঝুঁকি এবং মাত্রা শনাক্ত করতে ব্যবহৃত হয়। হৃদরোগে আক্রান্ত সন্দেহজনক রোগীদের পরীক্ষাটি করার নির্দেশনা দেন চিকিৎসকরা। বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষাটি করাতে ১১শ’ টাকা ব্যয় হয়। এখন থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫০০ টাকায় মিলবে ট্রপোনিন-আই পরীক্ষা।
শনিবার (১৯ অক্টোবর) পরীক্ষাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ। এরই মধ্য দিয়ে যশোরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল। সরকারি হাসপাতালে নামমাত্র মূল্যে ট্রপোনিন-আই পরীক্ষা করাতে পেরে খুশি রোগীরা।
কয়েকজন রোগী ও স্বজনেরা জানান, ট্রপোনিন-আই পরীক্ষা করার জন্য তাদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ছুটতে হয়নি। সরকারি এই হাসপাতাল থেকে ১১০০ টাকার পরীক্ষা ৫০০ টাকায় করতে পেরেছেন। বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের তুলনায় অর্ধেকেরও কম টাকা নেয়া হয়েছে। কম মূল্যে তারা সরকারি হাসপাতাল থেকেই এই সেবা পাচ্ছেন। এতে অনেক মানুষ উপকৃত হবেন। হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিকতার কারণে এটা সম্ভব হচ্ছে।
হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. তৌহিদুল ইসলাম জানান, সরকারিভাবে ট্রপোনিন-আই পরীক্ষা শুরু হওয়ায় যশোরবাসী অনেকটা উপকৃত হয়েছে। হাসপাতালে সেবার মান আরও ধাপ এগিয়ে গেলো। রোগীরাও আর্থিক ক্ষতিগ্রস্থের কবল থেকে রক্ষা পাবেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, ট্রপোনিন-আই পরীক্ষা চালু করার জন্য তিনি প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে সফল হয়েছেন। ক্লিনিক ডায়াগনস্টিকে থেকে ১১শ’ টাকা ব্যয় করে রোগীদের আর ট্রপোনিন-আই পরীক্ষা করাতে যেতে হবে না। এখন থেকে সরকারি হাসপাতাল থেকে ৫০০ টাকায় পরীক্ষাটি করাতে পারবে। সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রোগীরা পরীক্ষাটি করার সুযোগ পাবেন।