অবশেষে অপেক্ষার প্রহর শেষ করে ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় পুরস্কার ব্যালন ডি’অরের উন্মাদনায় চূড়ান্ত সিলমোহর পড়লো। ভিনিসিয়ুস জুনিয়রের ব্যালন না পাওয়ার গুঞ্জন এবং পুরো রিয়াল মাদ্রিদ দলের প্যারিসের এই অনুষ্ঠান বয়কট নিয়ে নাটকীয়তা চলছিল সোমবার সন্ধ্যা থেকে।
শেষ পর্যন্ত স্পেন ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজের হাতেই ব্যালন ডি’অর ওঠার মাধ্যমে যার ইতি ঘটেছে। তাকে বহুল কাঙ্ক্ষিত এই গোল্ডেন বল তুলে দিয়েছেন ১৯৯৫ ব্যালনজয়ী ফরোয়ার্ড জর্জ উইয়াহ।
তবে রিয়াল মাদ্রিদের বয়কটে কিছুটা হলেও রং হারায় ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় এই রাত। ২০০৭ সালের পর থেকেই ব্যালন ডি’ অরের পোডিয়ামে ব্রাজিলিয়ান ফুটবলারদের দেখা যায়নি বিজয়ী হিসেবে। লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোই আলো ছড়িয়েছেন ফুটবল বিশ্বের ব্যক্তিগত পুরস্কারের এই মঞ্চে। দীর্ঘ ২১ বছর পর এবারই প্রথম ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নাম নেই এই দুই মহা তারকার নাম।
জেনে নিন প্যারিসে রদ্রির মতো আর কে কে ট্রফি হাতে নিতে পারলেন…
২০২৪ ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন
ছেলেদের ব্যালন ডি’অর
রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)
মেয়েদের ব্যালন ডি’অর
আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)
মেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (ছেলেদের বর্ষসেরা কোচ )
কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)
উইমেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (মেয়েদের বর্ষসেরা কোচ)
এমা হেইস (চেলসি, যুক্তরাষ্ট্র)
গার্ড মুলার ট্রফি (সর্বোচ্চ গোলদাতা)
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, পিএসজি)
হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন)
লেভ ইয়াশিন ট্রফি (বর্ষসেরা গোলকিপার)
এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)
রেমন্ড কোপা ট্রফি (বর্ষসেরা তরুণ খেলোয়াড়)
লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)
সক্রেটিস পুরস্কার (দাতব্য কাজ)
হেনি হেরমোসো (স্পেন, তাইগ্রেস)
ছেলেদের বর্ষসেরা ক্লাব
রিয়াল মাদ্রিদ
মেয়েদের বর্ষসেরা ক্লাব
বার্সেলোনা
এবি