এইমাত্র
  • মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে সমর্থকদের ভাঙচুর
  • জামায়াতে যোগ দিলেন বিএনপি’র সাবেক এমপি
  • ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
  • যারা নির্বাচন চায় না, তারাই হাদির ওপর হামলা করেছে: সালাউদ্দিন আহমেদ
  • ‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’
  • রাজধানীতে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
  • হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
  • হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
  • হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান
  • এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    স্ত্রীর চলে যাওয়ার পর এক কৃষকের আত্মহত্যা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ০৮:৩৯ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ০৮:৩৯ পিএম

    স্ত্রীর চলে যাওয়ার পর এক কৃষকের আত্মহত্যা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ০৮:৩৯ পিএম

    রাজশাহীর দুর্গাপুর উপজেলার চৌপুকুরিয়া গ্রামের তাহাজ উদ্দিন (৪৫)। পেশায় কৃষক। সাধারণ জীবনযাপন করতেন। কিন্তু স্ত্রী চলে যাওয়ার পর থেকে বদলে যেতে থাকেন তিনি। একসময় যে মানুষটি মাঠে কাজ করতেন, সমাজের সঙ্গে মিশতেন, তিনি হয়ে পড়েন নিঃসঙ্গ, বিষণ্ণ। শেষ পর্যন্ত মানসিক অবসাদ তাঁকে ঠেলে দিল এক করুণ পরিণতির দিকে—গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন তাহাজ।

    কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে তাহাজ উদ্দিনের মনোমালিন্য হয়। পরিবারে ছোটখাটো ঝগড়া হতেই পারে, কিন্তু তাহাজের জীবনে এটি বড় ধাক্কা হয়ে আসে। স্ত্রী বাবার বাড়ি চলে যান, এরপর আর ফেরেননি। তাহাজ অনেক বুঝিয়েছেন, অনুরোধ করেছেন, কিন্তু কিছুতেই লাভ হয়নি। পরবর্তীতে স্ত্রীর অন্যত্র বিয়ে হয়ে গেলে তাহাজ পুরোপুরি ভেঙে পড়েন।

    স্ত্রী চলে যাওয়ার পর থেকে তাহাজ আর স্বাভাবিক জীবন যাপন করতে পারেননি। মানুষের সঙ্গে কথা বলা কমিয়ে দেন, কাজে মনোযোগ দিতে পারছিলেন না। বিষণ্ণতা তাঁকে গ্রাস করতে থাকে। একসময় যেন জীবনের প্রতি সব আগ্রহ হারিয়ে ফেলেন।

    এলাকাবাসী বলছেন, তিনি আগে যেভাবে জমিতে কাজ করতেন, প্রতিবেশীদের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে থাকতেন, তা একদমই বদলে যায়। নিজেকে গুটিয়ে নেন। আর শেষ পর্যন্ত এই মানসিক অবসাদ তাঁকে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

    গত মঙ্গলবার ইফতারির আগ মুহূর্তে তাহাজ উদ্দিন গলায় ফাঁস দেন। ইফতারির পর তাঁর পরিবারের সদস্য ও স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। দ্রুত তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, তাহাজের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে পরিবার ও এলাকাবাসীর ভাষ্য, এটি আত্মহত্যা, এবং এর পেছনে বিষণ্ণতা ও একাকীত্বই মূল কারণ।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…