এইমাত্র
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    রাজধানী

    খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, পুলিশের গাড়িতে হামলা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৯:৩৯ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৯:৩৯ এএম

    খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, পুলিশের গাড়িতে হামলা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৯:৩৯ এএম

    রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে জান মিয়া নামে এক তরুণ গণপিটুনির শিকার হয়েছেন। পুলিশ খবর পেয়ে জান মিয়াকে আটক করে থানায় নিয়ে আসছিল। পরে খিলক্ষেত বাজার এলাকায় এলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা চালায়। এতে পুলিশের সাত সদস্য আহত হন।

    পুলিশের ওপর হামলায় থানার পরিদর্শক (ওসি) তদন্ত আশিকুর রহমান আশিক গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় পুলিশের আরও সাত-আটজন সদস্য আহত হন।

    মঙ্গলবার রাতে খিলক্ষেত বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

    জানা যায়, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে মারধর করা হচ্ছে- এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

    তিনি জানান, অভিযুক্ত তরুণকে আটক করে থানায় নিয়ে আসার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা চালায়। একপর্যায়ে তাকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে নেয় এবং মারধর করে। পরে উপস্থিত পুলিশ সদস্যদের ওপরও হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।

    গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আল-আমিন বলেন, এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওই তরুণকে আটক করে থানায় নিয়ে আসার সময় খিলক্ষেত বাজার এলাকায় জনতা পুলিশের ওপর হামলা চালায়।

    তিনি বলেন, পুলিশের গাড়ি ভাঙচুর করে জনতা ওই তরুণকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। তার জীবন সংকটাপন্ন। শিশুটিকে রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ধর্ষণে অভিযুক্ত জান মিয়াকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও থানায় এসেছেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…