এইমাত্র
  • জামায়াতে যোগ দিলেন বিএনপি’র সাবেক এমপি
  • ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
  • যারা নির্বাচন চায় না, তারাই হাদির ওপর হামলা করেছে: সালাউদ্দিন আহমেদ
  • ‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’
  • রাজধানীতে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
  • হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
  • হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
  • হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান
  • এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
  • ওসমান হাদির অর্গান কাজ করছে: তাসনিম জারা
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৬

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পিএম

    নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৬

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পিএম

    নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর টহল দলের অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের নড়াগাতি থানায় হস্তান্তর করা হয়েছে।

    বুধবার (০৯ এপ্রিল) দিবাগত রাতে কালিয়া উপজেলার খাসিয়াল এবং বড়দিয়া গ্রামে অভিযান চালিয়ে সেনাবাহিনী তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৫৮ পিস ইয়াবা, ৮০ গ্রাম গাঁজা, চারটি দেশীয় অস্ত্র (রাম দা), ২টি মোবাইল ফোন এবং নগদ ৫৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

    গ্রেফতার হলেন- পুটিমারী গ্রামের আকাশ, খাসিয়াল গ্রামের আকবার উদ্দিন, হাসমত বিশ্বাস, তার স্ত্রী বিনা বেগম, ছেলে নাঈম বিশ্বাস, বড়দিয়া গ্রামের রফিকুল ইসলাম।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে সেনাবাহিনীর নিয়মিত টহল দল উপজেলার সালামাবাদ-বড়দিয়া-খাসিয়াল-জয়নগর রোডে টহলরত অবস্থায় পুটিমারী বাজারের পাশে একটি স্কুলের ফ্যান চুরি করার সময় আকাশ নামে একজন চোর গ্রামবাসীর কাছে ধরা পড়ে। পরে গ্রামবাসী চোরকে সেনাবাহিনী টহল দলের কাছে হস্তান্তর করে। চোরকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে চুরি করা ফ্যান বিক্রি করে দিয়ে সে গাঁজা সেবন করবে। তারপর সে আকবর নামে এক মাদক ব্যবসায়ীর নাম বলে এবং তার বাড়িতে নিয়ে যায়।

    সেনাবাহিনীর টহল দল মাদক ব্যবসায়ী আকবর উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০ গ্রাম গাঁজা, চারটি দেশীয় অস্ত্র (রাম দা), নগদ ৩৩ হাজার ২০০ টাকা উদ্ধার করে। এসময় তার সহোযোগি হাসমত বিশ্বাস তার স্ত্রী বিনা বেগম ছেলে নাঈম বিশ্বাসকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে রফিকুল নামে এক ব্যক্তির কাছ থেকে এই সকল মাদক সংগ্রহ করে বলে স্বীকার করে।

    পরবর্তীতে সেনাবাহিনী টহল দল মাদক ব্যবসায়ী আকবরকে নিয়ে বড়দিয়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২১ হাজার টাকা, ২টি মোবাইল ফোন উদ্ধার করে। রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে রাতে দুইজনের কাছে ১০ হাজার টাকা এবং ৯৫০০ টাকায় ইয়াবা বিক্রি করেছে। পরে অভিযান শেষে মাদক ব্যবসায়ী এবং সহযোগিসহ ৬ জনকে নড়াগাতি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটকের পর থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।,

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…