এইমাত্র
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    রাজধানী

    মিরপুরে দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

    রাজু আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট (ঢাকা) প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ পিএম
    রাজু আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট (ঢাকা) প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ পিএম

    মিরপুরে দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

    রাজু আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট (ঢাকা) প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ পিএম

    রাজধানীর মিরপুুরের দারুস সালামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    ভুক্তভোগী সাংবাদিক আব্দুস সালাম মিতুল ও এসএমআর শহীদ দুজনই বাংলা এ্যাফেয়ার্স ডটকম নামে একটি নিউজ পোর্টালে কর্মরত রয়েছেন।

    শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে দারুসসালাম থানাধীন মাজার রোডে এঘটনা ঘটে।

    এঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আব্দুস সালাম মিতুল বাদী হয়ে ডিএনসসির ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রতন (৫৫) সেলিম, খালেক, মালেক, বয়রা শাহিন, ভুট্টোসহ আরও অজ্ঞাত ১৫-২০ জনকে বিবাদী করে দারুসসালাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত একটি পুরোনো বিরোধের যের ধরে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বরাবর হাবিবা আফরোজ নামক এক নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে সে বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে এই হামলার শিকার হন তারা।

    এর আগে, "মিরপুর মাজার রোডের জলিল স-মিল সংলগ্ন ৫ কাঠা জমি দীর্ঘদিন ধরে ওয়ারিশ চার বোনকে বঞ্চিত করে এক ভাই একাই দখলে রেখেছেন" এমন অভিযোগ তুলে গত ২৫ ফেব্রুয়ারি ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বরাবর একটি লিখিত অভিযোগ করেছিলেন হাবিবা আফরোজ নামে এক নারী।

    ভুক্তভোগী সাংবাদিক এসএমআর শহীদ জানান, ঘটনার দিন আমি আর মিতুল ঘটনাস্থলে গিয়ে ছবি তুলছিলাম। হঠাৎ করেই মোশারফ হোসেন রতন (৫৫) সেলিম, খালেক, মালেক, বয়রা শাহিন, ভুট্টোসহ আরও অজ্ঞাত ১৫-২০ মিতুলের ওপর চড়াও হন। কে পাঠিয়েছে? কত বড় সাংবাদিক? এ ধরনের কথা বলতে বলতে তিনি মিতুলকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারতে শুরু করেন।

    রতনের সঙ্গে থাকা সেলিম, খালেক, মালেক, বয়রা শাহিন, ভুট্টোসহ আরও ১৫-২০ জন মিলে সাংবাদিক মিতুলের মুখমণ্ডল ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন।

    এ সময় তারা আমার মোবাইলে ভিডিও ধারণ করা হচ্ছে- এর জেরে তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে আমাকেও বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

    ঘটনার সত্যতা স্বীকার করে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা দারুস সালাম ফাঁড়ি ইনচার্জ (এসআই) মনির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…