এইমাত্র
  • সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
  • দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুুসে!
  • গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার
  • সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে
  • নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ
  • বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
  • পিএসএলের কারণে পিছোতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর
  • ৩০ বছর পর রোগীর পেট থেকে বের হলো লাইটার
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    সিভিল সার্জন সম্মেলন আগামী ১২-১৩ মে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০২:২৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০২:২৯ পিএম

    সিভিল সার্জন সম্মেলন আগামী ১২-১৩ মে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০২:২৯ পিএম
    ছবি: সংগৃহীত

    দেশব্যাপী স্বাস্থ্যখাতের উন্নয়ন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে দেশের ৬৪ জেলার সিভিল সার্জনদের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে সিভিল সার্জন সম্মেলন ২০২৫। আগামী ১২ ও ১৩ মে ঢাকায় দুদিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

    মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার্সোনেল-২ শাখার উপসচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্মেলন আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

    এতে জানানো হয়, দেশের প্রতিটি জেলার স্বাস্থ্য প্রশাসকদের কার্যক্রম পর্যালোচনা এবং স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের কার্য-অধিবেশনে স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যা, সংকট এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো উপস্থাপন করা হবে। এজন্য সিভিল সার্জনদের কাছ থেকে তাদের নিজ নিজ জেলার স্বাস্থ্যসেবার সমস্যাবলি ও চ্যালেঞ্জ লিখিতভাবে চেয়ে পাঠানো হয়েছে। এসব তথ্য আগামী ২০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

    স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্মেলনে মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে। এতে করে জেলার স্বাস্থ্যসেবা কাঠামোকে আরও শক্তিশালী করার পথ সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এবারের সম্মেলনে বাল্যবিয়ে প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের ভূমিকা, গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, টিকা কার্যক্রম, জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা, বাজেট বরাদ্দের স্বচ্ছতা ও জবাবদিহিতা ইত্যাদি বিষয়ে সিভিল সার্জনদের মতামত গুরুত্ব পাবে। এ জাতীয় সম্মেলন অতীতেও অনুষ্ঠিত হলেও এবারের সম্মেলনটি সময়োপযোগী এবং গুরুত্ববহ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…