এইমাত্র
  • মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে সমর্থকদের ভাঙচুর
  • জামায়াতে যোগ দিলেন বিএনপি’র সাবেক এমপি
  • ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
  • যারা নির্বাচন চায় না, তারাই হাদির ওপর হামলা করেছে: সালাউদ্দিন আহমেদ
  • ‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’
  • রাজধানীতে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
  • হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
  • হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
  • হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান
  • এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পশুর হাটের বিশৃঙ্খলা এড়াতে ম্যাজিস্ট্রেট-যৌথবাহিনী

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১১:৫৩ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১১:৫৩ পিএম

    পশুর হাটের বিশৃঙ্খলা এড়াতে ম্যাজিস্ট্রেট-যৌথবাহিনী

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১১:৫৩ পিএম

    টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতলা পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কর্মকর্তা ও যৌথবাহিনীর সদস্যরা হাটে অবস্থান নিয়েছেন।

    শনিবার (১৯ এপ্রিল) সকালে হাটে অবস্থান নেন প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। তারা স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

    প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি বিধি মোতাবেক মাসুদুর রহমান দারগ আলী নামে ব্যক্তি কাইতলা হাটের ইজারা পান। তবে তিনি ইজারা পাওয়ার পর টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেন যে হাটে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এর প্রেক্ষিতে শুক্রবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান অফিস আদেশ জারি করেন। আদেশে বলা হয়, হাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানসহ পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা হাটে উপস্থিত ছিলেন।

    সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, ‘হাটে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

    এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম জানান, সরকারি নিয়ম অনুযায়ী কাইতলা পশুর হাটের ইজারা সম্পন্ন করা হয়েছে। এ বছর এই পশুর হাটে ভ্যাট ট্যাক্সসহ ৫ কোটি ৩০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে সরকার। নতুন ইজারাদার বছরের প্রথম হাটে শান্তিপূর্ণ পরিবেশে খাজনা আদায় করেছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হয়েছে।

    উল্লেখ্য, আগের ইজারার মেয়াদ শেষ হলে নতুন করে ইজারা দিতে বিজ্ঞপ্তি দেয় উপজেলা প্রশাসন। এর পর মাসুদুর রহমান দারগ আলী ইজারা পান। গত ১৪ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান তাকে হাটের ইজারাপত্র বুঝিয়ে দেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…