এইমাত্র
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    ঢাকা কলেজে শিবিরের হস্তক্ষেপের অভিযোগে বিক্ষোভ

    মো. ইমরান হোসাইন, ঢাকা কলেজ প্রতিনিধি প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৮:৪২ এএম
    মো. ইমরান হোসাইন, ঢাকা কলেজ প্রতিনিধি প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৮:৪২ এএম

    ঢাকা কলেজে শিবিরের হস্তক্ষেপের অভিযোগে বিক্ষোভ

    মো. ইমরান হোসাইন, ঢাকা কলেজ প্রতিনিধি প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৮:৪২ এএম

    ঢাকা কলেজ সাংবাদিক সমিতি শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ ও সিন্ডিকেট মুক্ত করতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ক্যাম্পাসে সকল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। এসময় সাংবাদিক সমিতি অবিলম্বে শিবিরের দখলমুক্ত করতে কলেজ প্রশাসনকে আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

    রবিবার (২০ এপ্রিল) রাত ১ টায় ঢাকা কলেজ হল পাড়ায় এ বিক্ষোভ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে," গুপ্ত রাজনীতি যেখানে, লড়াই হবে সেখানে, সাংবাদিক সমিতিতে দখলদার, চলবে না চলবে না, ইত্যাদি স্লোগান দিতে থাকেন ক্যাম্পাসে সকল সংগঠনের নেতাকর্মীরা।

    বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী আন্দোলন ঢাকা কলেজ শাখার সদস্য সচিব সজীব উদ্দীন এবং সভাপতিত্ব করেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান।

    বিক্ষোভ মিছিলে ঢাকা কলেজ শাখা ছাত্রফ্রন্টের সভাপতি রেহমান নাহিয়ান রাহাত বলেন, সাংবাদিক সমিতিতে যে পরিস্থিতি আপনারা জানেন। শিবির সাংবাদিক সমিতিতে অযাতিতভাবে হস্তক্ষেপ করে। স্বাধীন সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা মহান পেশা কলঙ্কিত করেছে ছাত্রশিবির। তারা সাংবাদিকতাথ এই মহান পেশাকে আহত করেছে। তাদের এই কর্মকান্ডে ছাত্ররা বিক্ষুব্ধ। আমরা স্পষ্টভাবে বলে দিতে চায় যেকোন সংগঠনের দখলদারিত্ব বিরুদ্ধে যে কর্মসূচি ছিল সেটা সমানতালে চলবে।

    ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নোমান আলম মুন বলেন, সাংবাদিক সমিতি একটি নিরপেক্ষ সংগঠন। তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবে। তারা বিভিন্ন জনপ্রিয় সংবাদ মাধ্যমে পেশা হিসেবে গ্রহণ করবে। স্বাধীন সাংবাদিকতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নায্য পাওয়া বুঝে নিবে। শিক্ষার্থীদের অধিকারের উপর অন্য কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন রাকিব বলেন, বর্তমান সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান তালহার ফেসবুক পোস্টের মাধ্যমে দেখেছি ছাত্রশিবির ক্যাম্পাসে কিভাবে দখলদারিত্ব কায়েম করতে চাচ্ছে। এমন কর্মকান্ড অব্যাহত রাখলে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে শিবিরকে এক মিনিট দাড়াতে দিবে না। যেসব জায়গায় দখল করে রেখেছে সেখানে আমাদের প্রতিবাদ করতে হবে । শিবিরের অযাতিত হস্তক্ষেপ ভেঙ্গে দিবে। ক্যাম্পাসে গণতন্ত্র শিবির নষ্ট করেছে।

    ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, মধ্যরাতে সকল ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি বর্তমান সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের ফেসবুক পোস্টে সাংবাদিক সমিতিতে শিবিরের অবৈধ হস্তক্ষেপকে কেন্দ্র করে। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী ক্যাম্পাসে সহনশীল রাজনীতির পথচলা তৈরি হয়েছিল। গণতান্ত্রিক, সহনশীল পরিবেশকে অবৈধ হস্তক্ষেপ করে শিবির বিভেদ কলহ সৃষ্টি করেছে। ইতিবাচক রাজনীতি চলবে ক্যাম্পাসে। এখানে কোন গুপ্ত ভাবে রাজনীতি করতে দেওয়া হবে না। অন্যায় অবিচার হলে আমরা সর্বদা প্রতিবাদ করবে। সামাজিক সংগঠনের কর্মকান্ড কলেজ প্রশাসন নির্ধারণ করবে । গুপ্ত সংগঠন এভাবে অবৈধ হস্তক্ষেপ করলে ঢাকা কলেজে তাদের স্থান দেওয়া হবে না। অতীতে যেভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে সেভাবে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…