ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় মদসহ ৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌঁনে ৯টার দিকে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করা কালে ফুলপুর গোল চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন- নাজমুল হক (৩২), মো. ইদ্রিস আলী(৪০) ও সুমন মিয়া (২৮)।
নাজমুল শেরপুর জেলার নালিতাবাড়ীর রানীগাঁও গ্রামের মৃত রিয়াদ আলী ও হামেনা বেগমের পুত্র। ইদ্রিস একই উপজেলার চরপাড়া গ্রামের মৃত ইমান আলী ও জরিনা খাতুনের পুত্র আর সুমনও একই উপজেলার বিশগিরিপাড়া গ্রামের মো. লাল মিয়া ও খোদেজা বেগমের পুত্র।
জানা যায়, তারা নালিতাবাড়ী থেকে ময়মনসিংহের দিকে একটি প্রাইভেট কার দিয়ে যাচ্ছিল। ফুলপুর গোল চত্বর এলাকায় এসে পৌঁছলে ফুলপুর থানা পুলিশের তাদের দেখে সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কার থেকে ৪০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। এসময় ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয় আর তাদের প্রাইভেট কারটি জব্দ করা হয়।
এব্যাপারে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়ের কন্ঠস্বরকে বলেন, আসামিদের বিরুদ্ধে মামলার রুজু হয়েছে এবং তাদেরকে আজ বুধবার ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এআই