এইমাত্র
  • মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে সমর্থকদের ভাঙচুর
  • জামায়াতে যোগ দিলেন বিএনপি’র সাবেক এমপি
  • ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
  • যারা নির্বাচন চায় না, তারাই হাদির ওপর হামলা করেছে: সালাউদ্দিন আহমেদ
  • ‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’
  • রাজধানীতে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
  • হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
  • হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
  • হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান
  • এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ময়মনসিংহে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সাংবাদিকের থানায় জিডি

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পিএম

    ময়মনসিংহে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সাংবাদিকের থানায় জিডি

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পিএম

    ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পরিবহন সেক্টরের নানা অনিয়ম-লুটপাটের তথ্য জানতে চাইলে দুই সাংবাদিক সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি মো: রবিউল আউয়াল রবি ও দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার মীর মো: খালেদ হাসানকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধরের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে মসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো: শফি কামালের বিরুদ্ধে।

    এ ঘটনায় বুধবার (২৩ এপ্রিল) রাতে নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী দুই সাংবাদিক। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল ইসলাম খান। এ ঘটনায় ময়মনসিংহ জেলার পেশাদার সাংবাদিকরা নিন্দা প্রকাশ করেন এবং সিটি কর্পোরেশনের ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।

    সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি মো: রবিউল আউয়াল রবি জানান, আমরা দু'জন সাংবাদিক প্রায় ২ সপ্তাহ যাবত পরিবহন সেক্টরের গাড়ি, মালামাল, তেল খরচে নানা অনিয়ম-লুটপাটের তথ্য সংগ্রহ করে আসছিলাম, এরই ধারাবাহিকতায় গতকাল দুপুর ১২ টার দিকে মসিকের নির্বাহী প্রকৌশলী শফি কামালের কাছে সুনির্দিষ্ট কিছু তথ্য জানতে চাইলে তিনি ১ ঘন্টা নানা টালবাহানা করতে থাকেন, একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন, এক পর্যায়ে মারধর করার চেষ্টা করলে অফিসের অন্যান্য কর্মচারীরা ফিরিয়ে দেন।

    আরেক ভুক্তভোগী মীর মো: খালেদ হাসান জানান, দুর্নীতির তথ্য চাওয়ায় ঐ কর্মকর্তা আমাদের সাথে যে অসৌজন্যমূলক আচরণ করেছে তা সাংবাদিকদের কন্ঠরোধ করার অপচেষ্টা, আমরা দু'জন সাংবাদিক নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি, কারণ তিনি যেকোনো সময় আমাদের ক্ষতি করতে পারেন। এছাড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে ঐ কর্মকর্তার শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

    বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সজিব রাজভর বিপিন বলেন, সংবাদের প্রয়োজনে সাংবাদকর্মীদের তথ্য জানার অধিকার আছে। সেজন্য অপরাধ ঢাকতে তাদেরকে হুমকি প্রদান করবে এটা মেনে নেওয়া যায় না। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

    এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল ইসলাম খান জানান, গতকাল রাতে জীবনের নিরাপত্তা চেয়ে দুইজন সাংবাদিক সাধারণ ডায়েরি করেছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…