এইমাত্র
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পঞ্চগড়ে নৈতিক শিক্ষা নিয়ে দিনব্যাপী জেলা কর্মশালা অনুষ্ঠিত

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৫, ০৩:৪২ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৫, ০৩:৪২ পিএম

    পঞ্চগড়ে নৈতিক শিক্ষা নিয়ে দিনব্যাপী জেলা কর্মশালা অনুষ্ঠিত

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৫, ০৩:৪২ পিএম

    নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী একটি জেলা কর্মশালা। “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা” শীর্ষক এই কর্মশালার আয়োজন করে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পঞ্চগড় জেলা কার্যালয়।

    বুধবার (২১ মে) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

    কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী। তিনি বলেন, "যে জাতির মধ্যে ধর্মীয় বিশ্বাস রয়েছে, সে জাতি কখনো অন্যায় কাজে জড়াতে পারে না। দেশের অধিকাংশ মানুষের মাঝেই ধর্মীয় মূল্যবোধ বিদ্যমান, তাই এ জাতি শান্তিপ্রিয় ও মানবিক।"

    মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, “শিক্ষার্থীদের স্নেহ দিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মধ্যে দেশপ্রেম ও মানবিকতা জাগিয়ে তুলতে হবে।”

    হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যজিৎ কুন্ডুর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, জেলা সমাজসেবা কর্মকর্তা অনিরুদ্ধ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহিমী ইমতিয়াজ ও বোদেশ্বরী শক্তিপীঠ মন্দিরের সভাপতি নীতিশ কুমার বকসী (মুকুল)। স্বাগত বক্তব্য দেন সহকারী পরিচালক জগদিশ চন্দ্র রায়।

    দিনব্যাপী কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা কেন্দ্রের শিক্ষক, মনিটরিং কমিটির সদস্য, অভিভাবক, মন্দির কমিটির সভাপতি-সম্পাদক, ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিকসহ প্রায় ১৫০ জন অংশ নেন।

    উল্লেখ্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় পঞ্চগড়ে বর্তমানে ৯০টি মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রে প্রাক-প্রাথমিক ও বয়স্ক (গীতা) শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…