এইমাত্র
  • কবি নজরুলের পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে
  • ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ঢাকায় পৌঁছেছে হাদির মরদেহ
  • ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরের অভিযান
  • ছায়ানটে হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা
  • চৌহালীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তা তৈরির অভিযোগ
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জামালপুরের টোকন নিহত
  • জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
  • কেরানীগঞ্জে গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার
  • বড়াইগ্রামে ভুয়া সাংবাদিক দম্পতির বিরুদ্ধে পৃথক এজাহার
  • আজ শুক্রবার, ৫ পৌষ, ১৪৩২ | ১৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপি নেতার জোড়া গরুর মেজবানি

    কামরুল হাসান, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৭:৫২ পিএম
    কামরুল হাসান, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৭:৫২ পিএম

    জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপি নেতার জোড়া গরুর মেজবানি

    কামরুল হাসান, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৭:৫২ পিএম

    বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে জোড়া গরুর মেজবানি দিয়ে এক হাজার ৫০০ নেতাকর্মীকে আপ্যায়ন করেছেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের বিএনপির নেতা মো. ফখরুল ইসলাম। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান।

    বুধবার (২৮ মে) দুপুরে বসুরহাট পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনের পাশে জিয়াউর রহমানের জন্য দোয়া ও আলোচনা সভা শেষে ওই ভুরিভোজের আয়োজন করেন তিনি। এতে আট ইউনিয়ন ও এক পৌরসভা থেকে অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে মো. ফখরুল ইসলাম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশের জন্ম হতো না। সেই নেতার আদর্শের দল বিএনপি নানা ষড়যন্ত্রের মধ্যেও তিনবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। সামনে নির্বাচন, আমাদেরকে জনগণের কাছে যাওয়া উচিত। কিন্তু আমাদের নেতারা জিয়াউর রহমানের সেই আদর্শের সংগঠনকে পুঁজি করে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, বালু-মাটি বিক্রি, জমি দখলসহ কমিটি বাণিজ্যে মেতে উঠেছেন। যা কারো জন্যই শুভ নয়।

    তিনি অভিযোগ করে বলেন, ‘বিগত ৫ আগস্টের পর নোয়াখালীর কোম্পানীগঞ্জের কিছু নেতার জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তারা টাকার জন্য মানুষের ওপর অন্যায় অত্যাচার শুরু করেছে। অনেকেই নিজেকে ওবায়দুল কাদেরের ভাই পলাতক সন্ত্রাসী ‘কাদের মির্জা’ রূপে আবির্ভূত হয়েছেন। মনে রাখবেন, আপনাদেরকেও একদিন কৃতকর্মের জন্য ওবায়দুল কাদেরের মতো বাথরুমে লুকিয়ে থাকতে হবে।’

    মো. ফখরুল ইসলাম বলেন, রাজনীতি করি মানুষের জন্য। আমি আমার পাশে কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজ, বালু-মাটি খেকোকে দেখতে চাই না। সংখ্যায় কম হলেও স্বচ্ছ নেতাকর্মী নিয়ে অতীতের মতো সামনের দিনগুলো পাড়ি দিতে চাই। কারণ যাদেরকে এলাকার সাধারণ জনগণ দেখতে পারে না, যাদেরকে দেখলে মানুষ ভয় পায়। আর যাই হোক, তাদেরকে নিয়ে রাজনীতি করা যায় না।

    কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি আফতাব আহমেদ বাচ্চুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন, সদ্য বিলুপ্ত উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আনিছুল হক, সদস্য একরামুল হক মিলন মেম্বার, যুবদল নেতা মেহেদী হাসান টিপু, আজিজুল হক রাজু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন ছোটন, পৌর মহিলা দলের নেত্রী নাহিয়া আফরোজ ববি, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমির, চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম প্রমুখ।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…