বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে দাউদকান্দিতে রাতভর প্রবল দমকা হাওয়ায় বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকাল থেকে মহাসড়কের দাউদকান্দির জিংলাতলী ইউনিয়নের মালিখিল ও ধীতপুর গ্রামের পাশে হাইভোল্টেজ লাইনের অন্তত তিনটি খুঁটি হেলে পড়ে রয়েছে। খুঁটিগুলোর তার নিচে নেমে আসায় যানবাহনগুলো, বিশেষ করে বড় আকারের মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যানগুলো ঝুঁকি নিয়ে কাঁচা রাস্তা দিয়ে চলাচল করছে।
এ বিষয়ে কাভার্ডভ্যান চালক মনির হোসেন জানান, ‘হাইভোল্টেজ লাইনের তার খুব নিচে চলে এসেছে। বড় গাড়ি গেলে তারে লেগে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল।’
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আফসার বলেন, ‘খুঁটিগুলো মারাত্মকভাবে হেলে গেছে। বড় ট্রাক ও কাভার্ডভ্যানগুলো বাধ্য হয়ে বিকল্প কাঁচা রাস্তা ব্যবহার করছে। আমি বিষয়টি দ্রুত সমাধানের জন্য কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট জিএমসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জেনারেল ম্যানেজার মো. মুজিবুল হক জানান, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে এটি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন এলাকা। আমরা ইতোমধ্যে তাদের অবহিত করেছি।’
স্থানীয়রা দ্রুত মেরামতের দাবি জানিয়ে বলেন, খুঁটিগুলো যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের প্রাণহানি বা যানজটের কারণ হতে পারে। তাই সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এসআর