এইমাত্র
  • জামায়াতে যোগ দিলেন বিএনপি’র সাবেক এমপি
  • ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
  • যারা নির্বাচন চায় না, তারাই হাদির ওপর হামলা করেছে: সালাউদ্দিন আহমেদ
  • ‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’
  • রাজধানীতে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
  • হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
  • হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
  • হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান
  • এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
  • ওসমান হাদির অর্গান কাজ করছে: তাসনিম জারা
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ‘মৌলিক সংস্কার ছাড়া ভোট হলে যারা ক্ষমতায় যাবে তারাও দানবে পরিণত হবে’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৯:৩৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৯:৩৯ পিএম

    ‘মৌলিক সংস্কার ছাড়া ভোট হলে যারা ক্ষমতায় যাবে তারাও দানবে পরিণত হবে’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৯:৩৯ পিএম

    জুলাই প্রক্লেমেশন এবং জাতীয় সনদ এক নয় উল্লেখ করে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, কাজ চলছে জুলাই মাসে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে। আগামী ১৬ জুলাই শহীদ আবু সাঈদের মৃত্যুর দিন জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর সাথে চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও জানান তিনি।

    শনিবার ( ৩১ মে) দুপুরে রংপুরের আরডিআরএস মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন রংপুর বিভাগ আয়োজিত জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা বিষয়ক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    এ সময় ড. বদিউল আলম মজুমদার বলেন, ৭২ এর সংবিধান ছিল এক ব্যক্তির শাসনব্যবস্থা কেন্দ্রিক। শেখ হাসিনা কিন্তু ট্যাংকে চড়ে বা উর্দি পড়ে আসেননি। তিনি সংবিধানও বাতিল করেনি। কিন্তু যে সাংবিধানিক বিধান ছিল, যে প্রাতিষ্ঠানিক কাঠামো ছিল সেগুলোই তাকে স্বৈরাচারী করেছে। তিনি আরও কিছু আইন পরিবর্তন করে, সংবিধান পরিবর্তন করে পঞ্চদশ সংশোধনী করে পুরো সংবিধানটাকে বদলে দিয়েছিল । এর মাধ্যমে তার স্বৈরাচারী হওয়াটা আরও নিশ্চিত করেছে। সেই সংবিধানকে সংশোধন করে শেখ হাসিনা ফ্যাসিবাদের দানবে পরিণত হয়েছিল।

    বদিউল আলম বলেন, আবু সাঈদরা প্রাণ দিয়েছিল। কারণ তারা মৌলিক কতগুলো পরিবর্তন চায়। মৌলিক সংস্কার চায়। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, তাহলে আমাদের আশংকা থেকে যায়, তাহলে আমরা আবারও পুরোনো স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে যেতে পারি। শাসক যারাই হোক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলেও তারা দানবে পরিণত হতে পারে। এজন্যই সংস্কার প্রয়োজন।

    বদিউল বলেন, এখন রাজনৈতিক দলগুলোও সংস্কারের কথা বলছেন। কেউ বেশি সংস্কারের কথা বলছেন, কেউ কম সংস্কারের কথা বলছেন, কেউ নীতিগতভাবে কতগুলো বিষয়ে একমত হচ্ছেন। কিন্তু বিস্তৃতভাবে আসতে গেলেই সেখানে অস্পষ্টতা আছে। এখন রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলাপ আলোচনা চলছে। আমাদের আকাঙ্ক্ষা হলো আগামী মাসের মধ্যে যেটা কাল (১জুন) থেকে শুরু হবে। একটা ঐকমত্যে পৌঁছানো। কিছু মৌলিক বিষয়ে, হাজারটা বিষয়ে নয়। যেখানে সংবিধান সংশোধন লাগবে। যেখানে সংসদ সদস্যদের, রাজনৈতিক দলগুলোর সম্মতি লাগবে। যেখানে কতগুলো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তাদের (রাজনৈতিক দলগুলোর) মতামত দরকার।

    সুজন সাধারণ সম্পাদক বলেন, অনেকগুলো বিষয় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলোর সরকারের সাথে এবং ঐকমত্য কমিশনের সাথে। এগুলো সম্পর্কে যেন জনগণ সচেতন হয়, জনগণ যেন তাদের মতামত দিতে পারে। এগুলোর জন্য রাজনৈতিক দলগুলোকে লাগবে এবং সংবিধান সংশোধন হয়তো লাগবে। আমরা আশা করছি যে আগামী মাসের মধ্যে এই চুক্তিটা হবে। এবং এটা স্বাক্ষরিত হবে সেদিন, যেদিন আবু সাঈদ পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল। যেদিন আবু সাঈদ বুক পেতে দিয়ে বুলেট নিয়েছিল। এবং শাহাদত বরণ করেছিল। এই মন্তব্য করার সময় আবেগাপ্লুত হয়ে যান ড. বদিউল।

    জুলাই প্রক্লেমেশন প্রসঙ্গে ড. বদিউল বলেন, আমি মনে করি জুলাই প্রক্লেমেশন হলো একটি ঐতিহাসিক দলিল। এটা এবং জুলাই সনদ আলাদা। ২৪ এর জুলাই বিপ্লবকে ঐতিহাসিক এবং আইনি কাঠামো দিতে যথা সময়েই সেটা হওয়া প্রয়োজন। এটার সাথে জুলাই সনদের কোনও সম্পর্ক নেই।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…