এইমাত্র
  • জামায়াতে যোগ দিলেন বিএনপি’র সাবেক এমপি
  • ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
  • যারা নির্বাচন চায় না, তারাই হাদির ওপর হামলা করেছে: সালাউদ্দিন আহমেদ
  • ‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’
  • রাজধানীতে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
  • হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
  • হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার
  • হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান
  • এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
  • ওসমান হাদির অর্গান কাজ করছে: তাসনিম জারা
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১ জুন ২০২৫, ০৩:৪৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১ জুন ২০২৫, ০৩:৪৩ পিএম

    হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১ জুন ২০২৫, ০৩:৪৩ পিএম
    ছবি: সংগৃহীত

    পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান।

    রোববার (১ জুন) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এরই মধ্যে দুই ম্যাচ হারায় শেষ ম্যাচটি বাংলাদেশ দলের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই হিসেবে দাঁড়িয়েছে।

    পুরো সিরিজজুড়ে বাংলাদেশের পারফম্যান্স ছিল হতাশাজনক। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই রীতিমতো ভরাডুবি হয়েছে লিটন দাসের বাহিনীকে।

    লাহোরের ব্যাটিং সহায়ক উইকেটেও এই সিরিজে নিষ্প্রভ ছিল বাংলাদেশি ব্যাটাররা। কোন ব্যাটারই প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। প্রথম ম্যাচে ভালো শুরুর আভাস দিয়েও অল্পতেই থামতে হয়েছে লিটন দাস, তানজিদ হোসেন তামিম ও জাকের আলী অনিককে।

    দ্বিতীয় ম্যাচেও ব্যাটাররা নাস্তানাবুদ হয়েছে পাকিস্তানের বোলারদের কাছে। এদিন পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৮০ রানের আগেই ৭ উইকেট হারায় বাংলাদেশ। শেষদিকে পেসার তানজিম সাকিব লড়াই চালিয়ে মান রক্ষা করলেও ৫৭ রানের বড় হার এড়াতে পারেননি।

    লাহোরের ব্যাটিং সহায়ক উইকেট বোলারদের জন্য তুলনামূলক চ্যালেঞ্জিং। তা স্বত্বেও প্রথম দুই ম্যাচে মাঝে মাঝেই আশা জাগিয়েছিল টাইগার বোলাররা। তবে ফিল্ডারদের শিশুসুলভ ভুলে সেই ভালো আশা জলে গেছে। একের পর এক ম্যাচ মিস দলকে ভুগিয়েছে অনেক অনেক।

    এর আগে আমিরাত সফরেও বাংলাদেশের ফিল্ডিংয়ের এমন সমস্যা চোখে পড়েছে। সংশ্লিষ্টরা আমিরাতের বিপক্ষে হার ও পাকিস্তান সফরে দুই ম্যাচে টাইগারদের ভরাডুবির পেছনে এই ফিল্ডিং মিসকে দায়ী করছেন।

    এমন পরিস্থিতিতে হোয়াইটওয়াশ এড়াতে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। তবে নড়বড়ে ব্যাটিং লাইন আপ এবং বাজে ফিল্ডিং নিয়ে সে লড়াইয়ে টাইগাররা কতটুকু সফর হতে পারবে সেটিই এখন দেখার বিষয়।

    এদিকে তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। ইনজুরি আক্রান্ত শরিফুল ইসলামের পরিবর্তে তৃতীয় ম্যাচে দলে সুযোগ পেতে পারেন খালেদ আহমেদ। তাছাড়া প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে মন্থর গতিতে ব্যাট করে সমালোচনার শিকার তাওহীদ হৃদয়কেও জায়গা হারাতে হতে পারে। তার পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন নাজমুল হোসেন শান্ত। এছাড়াও রিশাদ হোসেনের পরিবর্তে দলে জায়গা পেতে পারেন স্পিনার তানভীর ইসলাম।

    অন্যদিকে প্রথম দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে পাকিস্তান। এরই মধ্যে সালমান আঘার দল সিরিজ নিশ্চিত করলেও শেষ ম্যাচে একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা খুবই কম।

    বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, খালেদ আহমেদ।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…