এইমাত্র
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দুর্গম চরে ঈদ সামগ্রী নিয়ে অসহায়দের পাশে টাঙ্গাইলের জেলা প্রশাসক

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২ জুন ২০২৫, ০৭:৩৭ পিএম
    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২ জুন ২০২৫, ০৭:৩৭ পিএম

    দুর্গম চরে ঈদ সামগ্রী নিয়ে অসহায়দের পাশে টাঙ্গাইলের জেলা প্রশাসক

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২ জুন ২০২৫, ০৭:৩৭ পিএম

    মানুষের পাশে থাকতে প্রশাসনের ভূমিকা কতটা মানবিক হতে পারে—তা যেন চোখে দেখালেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। তিনি ঘোড়ার গাড়িতে চড়ে পৌঁছে যান এক দূর্গম চরাঞ্চলে। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে অসহায় ও দরিদ্র মানুষদের হাতে তুলে দেন ঈদ সামগ্রী।

    সোমবার (২ জুন-) সকালে জেলা প্রশাসক শরীফা হক টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া নামের এক দূর্গম চরে ঈদ সামগ্রী বিতরন করেন এবং ৩১ নং জয়পুর পুংলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন তুলে দেন।

    চরের মানুষের কাছে প্রশাসনের এমন সরাসরি উপস্থিতি ছিল এক বিরল অভিজ্ঞতা। রোদ-পোড়া মাটির রাস্তা, নৌকা আর ঘোড়ার গাড়ির পথ পেরিয়ে জেলা প্রশাসক পৌঁছান চরাঞ্চলের একেবারে ভিতরের গ্রামে। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু আবদুল্লাহ খানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

    এ সময় প্রায় শতাধিক দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল, ডাল, তেল, চিনি, লবন, মরিচ, হলুদ, ধনিয়াসহ অন্যান্য ঈদ সামগ্রী দেওয়া হয়।

    স্থানীয় এক বৃদ্ধা বলেন, প্রতি বছর বন্যায় আমাদের ঘর-বাড়িসহ ফসলি জমি পানির নিচে চলে যায়। বার বার বাড়ি-ঘর মেরামত করতে হয়। আমরা প্রতি বছরই ক্ষতিগ্রস্থ হই। জেলা প্রশাসকের ঈদ সামগ্রী পেয়ে আমি অনেক আনন্দিত।

    শিক্ষার্থীরাও নতুন শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত। চরের অসংখ্য নারী-পুরুষ, বৃদ্ধ, শিশুরা সেই মুহূর্তে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এই দৃশ্য যেন ছিল প্রশাসন আর মানুষের হৃদয়ের এক আত্মিক সংযোগ।

    এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার ভূমি মো. তারিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম আকন্দ শাপলা, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল ও সাংবাদিক শাহআলম প্রামাণিক প্রমূখ।

    জেলা প্রশাসক শরীফা হক বলেন, যে মানুষগুলো পিছিয়ে পরা, তাদেরকে কিভাবে সামনে এগিয়ে নেয়া যায়, কিভাবে তাদের সাচ্ছন্দ্যের জীবন উপহাড় দেয়া যায় সেই লক্ষেই আজ এই প্রত্যন্ত চরে ছুটে আসা। সরকার থেকে যে বরাদ্দ এসেছে, আমার কাছে মনে হয়েছে যে এই মানুষগুলোর এই সাহায্যটা প্রয়োজন। প্রতি বছরই এই এলাকার মানুষ বন্যা কবলিত থাকে। সে কারনেই এই চরাঞ্চলকে বেছে নেয়া। তাদের জীবন যাত্রার মান উন্নয়নে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…