পটুয়াখালীর বাউফলে ডোবার পানিতে ডুবে মোহাম্মদ আব্দুল্লাহ (০২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৩ জুন) দুপুরে গোসিংগা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুল্লাহ উপজেলার ধানদী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তার মা মুন্নি আক্তার একটি মাদ্রাসায় চাকরি করেন এবং ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন।
জানা গেছে, সন্তানকে বসিয়ে রেখে মুন্নি আক্তার শৌচাগারে যায়। ফিরে এসে সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। দীর্ঘ সময় খোঁজার পরও সন্তানের সন্ধান পায়নি তিনি। দীর্ঘ সময় পরে ভুক্তভোগী শিশুকে বাড়ির দক্ষিণ-পূর্ব পাশের একটি ডোবায় ভাসমান অবস্থায় দেখেন স্থানীয়রা। শিশুকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনআই