এইমাত্র
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    মিশর উপকূলে পৌঁছেছে গ্রেটার গাজামুখী ত্রাণবাহী জাহাজ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জুন ২০২৫, ০৮:২৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জুন ২০২৫, ০৮:২৪ পিএম

    মিশর উপকূলে পৌঁছেছে গ্রেটার গাজামুখী ত্রাণবাহী জাহাজ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জুন ২০২৫, ০৮:২৪ পিএম
    সংগৃহীত ছবি

    অবরুদ্ধ গাজার অবরোধ ভাঙার লক্ষ্যে যাত্রা করা ‘ম্যাডলিন’ নামের ত্রাণ সহায়তা জাহাজটি ১২ জন সমাজকর্মীসহ মিশরের উপকূলে পৌঁছেছে বলে জানিয়েছেন আয়োজকেরা। এদের মধ্যে অন্যতম হলেন বহুল আলোচিত সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ।

    রোববার (০৮ জুন) ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

    ওই জাহাজে থাকা জার্মান মানবাধিকার কর্মী ইয়াসেমিন আচার এএফপিকে বলেন, ‘আমরা এখন মিশরের উপকূলে অবস্থান করছি। আমরা সবাই সুস্থ আছি।’

    এর আগে শনিবার জাহাজটি মিশরের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে বলে জানায় ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের’ সদস্য ‘ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অব গাজা’।

    শনিবার লন্ডন থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

    সংগঠনটি জানায়, জাহাজে থাকা সবাই যেন নিরাপদ থাকে তা নিশ্চিত করতে তারা আন্তর্জাতিক মানবাধিকার ও আইন সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে।

    একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো রকম বাধা বা হামলা হবে ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন’।

    এদিকে জাহাজে অবস্থান করা ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানান, যেন ‘ফ্রিডম ফ্লোটিলা’র জন্য নিরাপদ পথ নিশ্চিত করা হয়।

    ফরাসি এই নেত্রী জাহাজ থেকে জানান, ‘ম্যাডলিন’ যেন গাজায় পৌঁছাতে পারে এবং সবাই নিরাপদে থাকে তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব।

    এদিকে দখলদার ইসরাইল আগেই ঘোষণা করেছে যে, তারা জাহাজটিকে গাজায় ঢুকতে দেবে না। ইসরাইলি সামরিক মুখপাত্র জাহাজটিকে তার দেশের জন্য ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে উল্লেখ করেছেন।

    বর্তমান নৌচলাচলের তথ্য অনুযায়ী জাহাজটি সোমবার গাজার উপকূল থেকে ১০০ নটিক্যাল মাইল (প্রায় ১৮৫ কিলোমিটার) দূরত্বে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।এই স্থানটি মূলত অতীতে অন্যান্য গাজামুখী জাহাজ আটকানোর স্থান হিসেবে পরিচিত।

    ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া আক্রমণের আগেও ফিলিস্তিনি ভূখণ্ড ইসরাইলি নৌ অবরোধের অধীনে ছিল। ইসরাইল অতীতে সামরিক পদক্ষেপের মাধ্যমে তাদের অবরোধ কার্যকর করেছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…