এইমাত্র
  • হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা ফখরুলের
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কক্সবাজারে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১১:২৩ এএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১১:২৩ এএম

    কক্সবাজারে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১১:২৩ এএম

    কক্সবাজারের রামু উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলে এবং অপর এক তরুণীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।

    আজ সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সড়কের এ অংশটি সরু ও দুর্ঘটনাপ্রবণ। তবুও দ্রুতগতির যান চলাচল বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেই।

    নিহতরা হলেন—কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫) ও তার ছেলে শিশু রিয়াদ (৮) এবং রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংশু বড়ুয়ার মেয়ে রিমজিম বড়ুয়া (২৩)।

    প্রত্যক্ষদর্শী মো. রফিকুল ইসলাম নামে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ভোর থেকে এখানে বৃষ্টি ছিল কিছুটা। হঠাৎ বিকট শব্দ শুনে আমরা দৌঁড়ে এসে দেখি বাসটা ধান ক্ষেতে পড়ে আছে। অনেকে আহত অবস্থায় ছটফট করছিল। এক শিশুর নিথর দেহ পড়ে ছিল পাশেই। এমন দৃশ্য আগে দেখিনি।

    এলাকার যুবক মিনহাজ উদ্দিন জানান, জেটি রাস্তার মাথা এলাকায় আগে বহু দুর্ঘটনা ঘটেছে। আজকের ঘটনায় পুরো এলাকা শোকাহত। নিহতদের পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

    এদিকে, হাবিব উল্লাহ ও তার শিশু সন্তান রিয়াদের একসঙ্গে কবরস্থ হওয়ার বেদনাদায়ক দৃশ্য দেখে কেঁদেছেন শত শত মানুষ। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে শহরে চিকিৎসা সংক্রান্ত কাজে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।

    এলাকাবাসীর অভিযোগ, এ মহাসড়কে বেপরোয়া গতির বাস ও ভারী যানবাহন চালকদের নিয়ন্ত্রণে আনতে পর্যাপ্ত নজরদারি নেই। নেই সিসিটিভি ক্যামেরা বা স্পিড কন্ট্রোল সিস্টেম।

    রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কক্সবাজারমুখী কাভার্ডভ্যান ও চট্টগ্রামগামী পূরবী পরিবহনের একটি বাস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। বাসটি উল্টে পাশের ধান ক্ষেতে পড়ে যায়। আহতদের উদ্ধার করে রামু ও কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা তদন্ত ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…