এইমাত্র
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    এবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১২:৫৪ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১২:৫৪ এএম

    এবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১২:৫৪ এএম

    ইরানের সঙ্গে সংঘাতের মধ্যে গাজা থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে অন্তত দুটি রকেট ছোড়া হয়েছে। তবে দক্ষিণ গাজা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি খোলা জায়গায় পড়েছে বলে দাবি ইসরায়েলের।

    এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ আক্রমণ চালানোর ঘোষণা দিয়েছেন ইরানের ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দোরহিম মুসাভি। দেশটির প্রেস টিভির খবর অনুযায়ী মুসাভি বলেছেন, “এখন পর্যন্ত পরিচালিত অভিযানগুলি প্রতিরোধের জন্য একটি সতর্কতা ছিল, শাস্তিমূলক অভিযান শিগগিরই কার্যকর করা হবে।”

    ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের এই বক্তব্যের কিছুক্ষণ পরই ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে রাজধানী তেহরানে "একনাগাড়ে এবং তীব্র" বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এর আগে মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যার পর নতুন করে ইসরায়েলে ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলা থেকে নাগরিকদের বাঁচাতে ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়েছে।

    টাইমস অব ইসরায়েল বলছে, ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে। যেসব এলাকায় সাইরেন বাজছে, সেখানকার বেসামরিক নাগরিকদের বোমা আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

    সাইরেন বাজানোর প্রায় পাঁচ মিনিট আগে আইডিএফ আগাম সতর্কতা জারি করেছিল। এর আগে ইরানে হামলা চালায় ইসরায়েল। দখলদার সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম ইরানে একের পর এক আক্রমণ চালিয়েছে তারা। এছাড়া মঙ্গলবার বিকেলে ইরানের রাজধানী তেহরান থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এসব হামলায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি।

    সূত্র : আল জাজিরা।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…