এইমাত্র
  • হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা ফখরুলের
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০২:৩৬ পিএম
    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০২:৩৬ পিএম

    সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০২:৩৬ পিএম

    জামালপুরের সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে চার পরিবারের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    সোমবার (২৩ জুন) সকাল ১০টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের বাউসী চন্দনপুর (মানিকের মোড় সংলগ্ন) এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    সরেজমিনে গিয়ে জানা যায়, সকাল ১০টার দিকে হটাৎ বাউসী চন্দনপুর খুরশেদ মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। কয়েক মিনিটেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পর্যাক্রমে আরও ৩টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে খুরশেদ মিয়ার বসতঘরসহ মফিজ উদ্দিন, আব্দুল হাকিম এবং সুরুজ মিয়ার ঘরসহ চারজনের বসতঘর আগুনে পুড়ে যায়। পরে সংবাদ পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস টিম ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।

    এসময় আগুনে তাদের বসতঘরের সকল জিনিসপত্র, টিভি, ফ্রিজ, সোনা গয়না, নগদ লক্ষাধিক টাকা ও ১৫০ মণ ধান চাল পুড়ে যায়। তবে স্থানীয়রা ধারণা করেন, বৈদ্যুতিক লাইন থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। এ ঘটনায় কোনো আহতের ঘটনা ঘটেনি।

    বসতঘর পুড়ে নিঃস্ব হয়ে পড়া ভুক্তভোগী মফিজ উদ্দিন, নাছিমা বেগম, হাকিম ও সুরুজ মিয়া জানান, ‘আমরা যে যার মতো করে কাজ করছিলাম। হটাৎ দেখি খুরশেদের ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। কয়েক মিনিটেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে আশপাশের আরো চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়লে সবকিছু পুড়ে যায়। আমাদের প্রায় অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে। আমরা এখন এবারে নিঃস্ব হয়ে গেলাম!’

    এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, ‘সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।’

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…