এইমাত্র
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    কলম্বো টেস্টের প্রথমদিনে বাংলাদেশের ভরাডুবি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৭:১৪ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৭:১৪ পিএম

    কলম্বো টেস্টের প্রথমদিনে বাংলাদেশের ভরাডুবি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৭:১৪ পিএম

    শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দিনভর বৃষ্টির কারণে খেলা হয় মাত্র ৭১ ওভার।

    বুধবার (২৫ জুন) টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুর ছয় ব্যাটারের কেউই বলার মতো করতে পারফর্ম করতে পারেননি। ওপেনিংয়ে নামা এনামুল হক শুরুতেই ব্যর্থ হন। আসিথা ফার্নান্দোর একটি ডেলিভারিতে ব্যাট টেনে নিজের স্টাম্পেই আঘাত করেন তিনি, শূন্য রানে ফিরে যান সাজঘরে।

    এরপর উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন মুমিনুল হক। তবে চেষ্টা একপ্রকার ব্যর্থ হয়। দলীয় ৫ রানে প্রথম উইকেট হারানোর পর ৪৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

    এরপর শান্তকে নিয়ে দলের হাল ধরে রাখেন সাদমান। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ২ উইকেট হারিয়ে টাইগাররা জড়ো করে ৭১ রান।

    মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে আবারও হতাশ করে টাইগার ব্যাটাররা। দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই সাফল্য পায় শ্রীলঙ্কা। ইনিংসের ২৮তম ওভারে বিশ্ব ফার্নান্ডোর শেষ বলে উইকেটকিপার কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফিরলেন নাজমুল। ৩১ বলে ৮ রান করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

    এরপর বেশিক্ষণ টেকেননি হাফ সেঞ্চুরির পথে ছোটা সাদমানও। শান্ত আউট হওয়ার পরের ওভারেই ব্যক্তিগত ৪৬ রানে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

    চাপের মধ্যে মুশফিকুর রহিম ও লিটন দাস গড়েন ৬৭ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি। তবে দুজনই জীবন পেলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন।

    দারুণভাবে খেলতে থাকা লিটনকে ফেরান শ্রীলঙ্কার অভিষিক্ত স্পিনার সোনাল দিনুশা। মুশফিকও শেষ পর্যন্ত সুইপ করতে গিয়ে আউট হন ৩৫ রানে, দিনুশার শিকার হন তিনিও।

    পরবর্তীতে মেহেদী হাসান মিরাজ (৩১) ও নাঈম হাসান (২৫) সপ্তম উইকেটে ৩৭ রানের আরেকটি ছোট জুটি গড়েন। দিন শেষে উইকেটে ছিলেন তাইজুল ইসলাম ও দীর্ঘদিন পর দলে ফেরা ইবাদত হোসেন।

    সংক্ষিপ্ত স্কোর:

    বাংলাদেশ ১ম ইনিংস: ৭১ ওভারে ২২০/৮ (সাদমান ৪৬, এনামুল ০, মুমিনুল ২১, শান্ত ৮, মুশফিক ৩৫, লিটন ৩৪, মিরাজ ৩১, নাঈম ২৫, তাইজুল ৯*, ইবাদত ৫*; আসিথা ১৪-২-৪৩-২, ভিশ্ব ১৬-৩-৩৫-২, রাত্নায়াকে ১৬-১-৬৩-১, জায়াসুরিয়া ১১-০-৩৬-০, ধানাঞ্জায়া ৫-০-১৫-১, দিনুশা ৯-৩-২২-২)।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…