এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতা, সংস্কারের দাবি শিক্ষার্থীদের

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ জুলাই ২০২৫, ০১:০১ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ জুলাই ২০২৫, ০১:০১ পিএম

    তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতা, সংস্কারের দাবি শিক্ষার্থীদের

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ জুলাই ২০২৫, ০১:০১ পিএম

    রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতার কারণে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    বিদ্যালয়ের ওই মাঠটিতে শুধু সেখানকার শিক্ষার্থীরাই খেলাধুলা করেন না। সেখানে তারাগঞ্জ কলেজপাড়া, থানাপাড়া, জদ্দিপাড়াসহ এর আশপাশের এলাকার ছেলেরা খেলাধুলা করে। কিন্তু দীর্ঘ দিন যাবত এভাবে সংস্কারের অভাবে মাঠটি খেলাধুলার অনুপযোগি হয়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষ তা সংস্কারের কোন পদক্ষেপ নেয়নি।

    শুধু ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয় ওই মাঠের সাথেই রয়েছে দুটি প্রাইভেট বিদ্যালয়। আবাসিক এলাকার ভিতরে খেলার মাঠটি হওয়ায় ওই মাঠের পাশ দিয়েই কলেজ পাড়া এলাকার বসবাসকারীদের চলাফেরা করতে হয়। সামান্য বৃষ্টিতে হাঁটু পানি জমে থাকার কারণে পানি পার হয়ে তাদের বাড়িতে যেতে হয়।

    এক সময় খেলাধুলার কোলাহলে জৌলুষপূর্ণ মাঠটি এখন হারাতে বসেছে তার অতীতকে। এর ফলে অনেক ছেলেরা এখন খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে নিয়ে মোবাইলে আসক্তি হয়ে এখন ঝুঁকছে অনলাইন জুয়া ও বিভিন্ন অনলাইন গেমসে।

    তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বলেন, আমরা যখন ওই বিদ্যালয়ে পড়ালেখা করেছি তখন ওই মাঠটিতে খেলাধুলা করে বড় হয়েছি। খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। কিন্তু দুঃখজনক বিষয় যে, মাঠটিতে দেখি সামান্য বৃষ্টিতে হাঁটু জল বেঁধে থাকে। মাঠটির এক কোনে মাঠিকে বা কারা বাড়ি তৈরীর নির্মাণ সামগ্রী রেখেছে। আর অন্য এক কোনে মাঠি উঁচু করে জমা রেখেছে। মাঠটির কোথাও উচু কোথাও নিচু। মাঠটি দ্রুত সংস্কার হোক এটাই আমি চাই।

    ওই বিদ্যালয়ের ইব্রাহীম নামের এক শিক্ষার্থীর পিতা গোলাম রসুল বলেন, ছেলেদের পড়ালেখা যেমন ভালো তেমনি খেলাধুলা করাও ভালো। খেলাধুলা করলে মানসিকতা ও শরীর সব ঠিক থাকে। মাঠটি দ্রুত সংস্কার হওয়া প্রয়োজন।

    বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী লাওহে মাহফুজ বলেন, দীর্ঘ দিন যাবত এভাবে সংস্কারের অভাবে পরে থাকলেও তা ঠিক হচ্ছে না। আমরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছি। খেলাধুলা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লেখাপড়ায় আগ্রহ বাড়ায়। শুধু টানা পড়াশোনা ভালো লাগে না। তাই দ্রুত মাঠটি সংস্কার হউক এটাই আমি চাই।

    তারাগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুসা মিয়া বলেন, মাঠটি সংস্কারের জন্য আমি উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। সংস্কারের আশ্বাস দিলেও এখন পর্যন্তও তা করা হয়নি।

    তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুবেল রানা বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে মাঠটির সংস্কার কাজ শুরু হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…