দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট (এয়ারক্রাফট লোডার)’ পদে একাধিক পুরুষ কর্মী নিয়োগ দেবে। ন্যূনতম এসএসসি পাস হলেই আবেদন করা যাবে।
পদের নাম: এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট (এয়ারক্রাফট লোডার)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি বা সমমানের পাস
অভিজ্ঞতা: লোডার হিসেবে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে
অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। বডি মাস ইনডেক্স (বিএমআই) ১৮-২৫ এর মধ্যে থাকতে হবে। শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
প্রধান দায়িত্বসমূহ:
যাত্রীদের ব্যাগ, মালামাল ও মেইল লোড/আনলোড করা
প্রয়োজনে হুইলচেয়ার পরিচালনা
ভারী ব্যাগ বহনে যাত্রীকে সহায়তা
বিমানবন্দরের ভেতরে ইউনিফর্ম পরিধান করে দায়িত্ব পালন
আবেদনকারীর ধরন: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন
বয়স: ১৮ থেকে ২৮ বছর
কর্মস্থল: দেশের যেকোনো বিমানবন্দর
চাকরির ধরন: ফুলটাইম
বেতন: ১৬,০০০ টাকা (মাসিক)।
সুযোগ–সুবিধা: প্রতি মাস ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা বা দুপুরের খাবার। যেসব স্টেশনে খাবার দেয়া হবে না সেখানে খাবারের ভাতা বাবদ ১,৫০০ টাকা দেয়া হবে। প্রবেশন পিরিয়ড শেষে বার্ষিক দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়াও কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে ক্লিক করে বিস্তারিত দেখে আবেদন করা যাবে।
আবেদন শেষ সময়: ৮ জুলাই, ২০২৫
এইচএ/এইচএ