সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বাংলাদেশের ব্যাটাররা ছিলেন ছন্দহীন। বিশেষ করে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের অফফর্ম ছিল চোখে পড়ার মতো। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেই হতাশার পর্দা সরালেন লিটন। ফিরলেন দুর্দান্ত এক ইনিংস খেলে।
শনিবার (১৩ জুলাই) ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরেজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫০ বলে ৭৬ রানের ঝলমলে ইনিংস খেলেন লিটন দাস। তার সঙ্গে শামীম হোসেন পাটোয়ারীর ৪৮ রানের কার্যকর ইনিংসে ভর করে ১৭৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপের মুখে পড়ে শ্রীলঙ্কা। টাইগার বোলারদের দাপটে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। ফলে ৮৩ রানের বড় জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায় স্বাগতিকরা।
কাপ্তানের রানে ফেরা এবং দলের জয়—দুয়ের মিলেই বেশ সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমরা লিটনের প্রতি আস্থা রাখি। কথায় আছে, ফর্ম সাময়িক—ক্লাস চিরকালীন। তবে কৃতিত্ব কেবল একজনের নয়। পুরো দল ভালো খেলেছে। শামীম, লিটন, বোলাররা—সবার সম্মিলিত পারফরম্যান্সেই এসেছে জয়। এখন লক্ষ্য হবে ভুল কমিয়ে আরও ভালো খেলা।’
সিরিজ এখন ১-১ সমতায়। সামনে শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে চোখ বাংলাদেশের। সেই ম্যাচ জিতে ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন দেখছেন বিসিবি সভাপতি।
এ বিষয়ে তিনি বলেন,‘অবশ্যই আমরা সিরিজ জিততে পারি। এর আগে টেস্টে একটি ম্যাচ জেতার সুযোগ ছিল, সেটি ড্র করেছি। এরপর একটি হার, ওয়ানডেতে প্রথম ম্যাচও ছিল আমাদের হাতে। কিন্তু ব্যাটিং ধসের কারণে হেরে গেছি। এরপর আবার জয়-পরাজয় মিলেছে। উন্নতির জায়গাগুলো চিহ্নিত করে এগিয়ে গেলে ফলাফল আরও ভালো হবে।’
আরডি