গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলায়া অবস্থিত পোশাক কারখানা ‘কনফিডেন্স নিট ওয়্যার লিমিটেড’-এ চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।
কোম্পানির মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক হাবিবুর রহমান খান জানান, রোববার (১৩ জুলাই) রাত ৮টার দিকে স্থানীয় রফিজ উদ্দিন (রফি), ইমন খান, মকবুল খান, রমজান আলী, আলমগীর, শরীফ মিয়াসহ ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্রসহ কারখানার মূল ফটকে এসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে সন্ত্রাসীরা কারখানার পশ্চিম-দক্ষিণ কোণে গিয়ে লোহার হাতুড়ি দিয়ে ৮ ফুট উঁচু বাউন্ডারি ওয়ালের প্রায় ২০০ থেকে ২৫০ ফুট অংশ ভেঙে ফেলে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন হাবিবুর রহমান।
সোমবার (১৪ জুলাই) সরেজমিনে গেলে অভিযুক্ত মকবুল খান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ক্যামেরার সামনে কিছু বলতে চাই না।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এসআর