এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    ব্রাজিলকে ৮ উইকেটে হারাল আর্জেন্টিনা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম

    ব্রাজিলকে ৮ উইকেটে হারাল আর্জেন্টিনা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম

    বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবলের পাশাপাশি ক্রিকেটের ময়দানেও নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। তবে ক্রিকেটে ব্রাজিলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।

    বুয়েন্স আইরেসে গত শুক্রবার (২৮ নভেম্বর) রাতে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্রাজিলকে ৮ উইকেটে পরাজিত করেছে আর্জেন্টিনা। আগে ব্যাট করে ব্রাজিল ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে ১৪.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানে নিজেদের অবস্থান আরও মজবুত করল আর্জেন্টিনা। দুই দলের মধ্যে এ পর্যন্ত অনুষ্ঠিত তিন ম্যাচের সবকটিতেই জিতেছে আলবিসেলেস্তেরা।

    উভয় দলই ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা শুরু করেছে। ২৯টি ম্যাচ খেলে আর্জেন্টিনা যেখানে ১৭টি জয় পেয়েছে, সেখানে ব্রাজিল ১৬ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ৪টি। পাঁচ ম্যাচ সিরিজের এটি ছিল প্রথম লড়াই, ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা।

    টস জিতে ব্যাটিংয়ে নামা ব্রাজিলের পক্ষে লড়াকু ইনিংস খেলেন শুধু ওপেনার লুইস মোরাইস। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫৫ বলে ৫১ রান করেন তিনি। ওপেনার রেজাউল করিমের ব্যাট থেকে আসে ১৭ রান। দলের আর কোনো খেলোয়াড় দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত বোলিং করেন লুকাস রসি, ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ৮ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন তিনি। অগাস্টিন রিভেরো ১৮ রানে নেন ২ উইকেট।

    রান তাড়ায় আর্জেন্টাইন অধিনায়ক ও ওপেনার পেদ্রো বেরন চমৎকার ফিফটি করেন। ৭ চার ও ১ ছক্কায় ৪২ বলে ৫৩ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন তিনি। এছাড়া আলেজান্দ্রো ফার্গুসন ২৩ ও অ্যালান কির্সবম করেন ১৭ রান। একই মাঠে আজ শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি হবে দুই দল।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…