এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গাজীপুরে কারখানার পানি পান করে অসুস্থ তিন শতাধিক শ্রমিক

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম
    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম

    গাজীপুরে কারখানার পানি পান করে অসুস্থ তিন শতাধিক শ্রমিক

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোয়াজ উদ্দিন টেক্সটাইল নামে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তারা ঢাকা মহাখালি কলেরা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত সোমবার (১ ডিসেম্বর) থেকে মঙ্গলবার (২ ডিসেম্বর) পর্যন্ত উপজেলার পূর্ব চান্দরা কাঠালতলী এলাকার কারখানায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় কারখানার পানি পান করার পরপরই শ্রমিকদের মধ্যে মাথা ব্যথা, পেট ব্যথা ও ডায়রিয়ার উপসর্গ দেখা দিতে থাকে। রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তেই থাকে।

    অসুস্থদের মধ্যে অন্তত ৫০ জনকে মহাখালী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) নেওয়া হয়েছে। বাকিদের সফিপুর তানহা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

    সফিপুর তানহা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের হাসপাতালে যেসব শ্রমিক এসেছেন, তারা সবাই খাদ্যে বা পানিতে বিষক্রিয়ায় আক্রান্ত। বেশিরভাগেরই মারাত্মক ডায়রিয়া হয়েছে। কয়েকজনের অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে।’

    কারখানার শ্রমিক নাসিম ইকবাল ও শিমু আক্তার জানান, ‘সোমবার সন্ধ্যা থেকেই অনেকে অসুস্থ হয়ে পড়ছিলেন, কিন্তু তখনও কারখানা বন্ধ করা হয়নি। মঙ্গলবার সকালে কাজে ঢোকার পরও অনেকেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে।’

    তানহা হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক রহিমা আক্তার জানান, ‘কারখানায় পানি পান করার কিছুক্ষণ পরই পেট ব্যথা শুরু হয়। পরে ডায়রিয়া দেখা দেয়।’

    মোয়াজ উদ্দিন টেক্সটাইলের ডেপুটি ম্যানেজার মমিনুল ইসলাম বলেন, ‘শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমরা তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করেছি। অসুস্থ সব শ্রমিকের চিকিৎসার ব্যয় কারখানা কর্তৃপক্ষ বহন করছে।’

    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পানি কীভাবে দূষিত হলো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…