কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনয়নের পচাভিটা গ্রামে দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে। এ সময় রবজেল ফরাজী ও ইউসুফ নামে আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রফিক পেশায় একজন কৃষক এবং পচাভিটা গ্রামের মৃত আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন বাড়ির পাশে একটি দোকানে বসে ছিল। এ সময় মোটরসাইকেলে যোগে কয়েকজন দুর্বৃত্ত এসে এলাপাতাড়ি গুলি করতে থাকে। তাদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই রফিকুল নিহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রবজেল ফরাজি ও ইউসুফ নামের আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে ওই এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এনআই