নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম। তালিকায় তার সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার সাইমন হারমার ও পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ। এই দুজনকে টপকে তাইজুল পুরস্কার জিতলে চতুর্থ বাংলাদেশি হিসেবে এই কীর্তি অর্জন করবেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে দুই ম্যাচে ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নেন তাইজুল। ওই সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন তিনি। সিলেটে প্রথম ম্যাচে ৫ উইকেট নেয়ার পর মিরপুরে দ্বিতীয় ম্যাচে দুই ইনিংসে নেন চারটি করে উইকেট।
তাইজুলের আগে বাংলাদেশের হয়ে হয়ে ৩ জন জিতেছেন আইসিসির মাসসেরার পুরস্কার। তালিকায় সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন মুশফিকুর রহিমও।
এদিকে, তাইজুলের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকার অফস্পিনার হারমার ভারতের বিপক্ষে ২-০ তে সিরিজ জয়ের অন্যতম নায়ক। ২৫ বছরে প্রথমবার এশিয়ার কোনো দেশে প্রোটিয়াদের প্রথম জয়ে তার ছিল অসামান্য অবদান। মাত্র ৮.৯৪ গড়ে কলকাতা ও গুয়াহাটিতে ১৭ উইকেট নেন তিনি। প্রথম টেস্টে ৮ উইকেট নেন হারমার। দ্বিতীয় ম্যাচে নেন ৭ উইকেট। সিরিজসেরাও হয়েছিলেন তিনিই।
মোহাম্মদ নেওয়াজ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে আলো কেড়েছেন। সিরিজে ব্যাট হাতে ৫২ রান করার পাশাপাশি ১২.৭২ গড়ে ১১ উইকেট নেন। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ১৭ রান খরচায় ৩ উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরা। আর ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ৫২ গড় ও ১১৪.২৮ স্ট্রাইক রেটে ১০৪ রান করেন তিনি, নেন চার উইকেট।
ইখা