এইমাত্র
  • নভেম্বর মাসের সেরার তালিকায় তাইজুল
  • ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত: রুহুল কবির রিজভী
  • নান্দাইলে দুই বছর ধরে বন্ধ সৈয়দগাঁও কমিউনিটি ক্লিনিক
  • খালেদা জিয়া সবার হৃদয়ের অন্তঃস্থলে স্থান করে নিয়েছেন: জবি উপাচার্য
  • জবি সংস্কার আন্দোলন থেকে জকসু নির্বাচনে নওশীন
  • নরসিংদীতে জাল নোটসহ দুইজন আটক
  • কটিয়াদীতে নিখোঁজ রিকশাচালকের লাশ উদ্ধার
  • গ্রেপ্তার ইউনুচের রিমান্ড চায় পুলিশ
  • ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নান্দাইলে দুই বছর ধরে বন্ধ সৈয়দগাঁও কমিউনিটি ক্লিনিক

    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম
    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

    নান্দাইলে দুই বছর ধরে বন্ধ সৈয়দগাঁও কমিউনিটি ক্লিনিক

    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

    ময়মনসিংহের নান্দাইলে সৈয়দগাঁও কমিউনিটি ক্লিনিকে (সিএইচসিপি) কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার না থাকায় দুইবছর ধরে সেটি বন্ধ রয়েছে। ক্লিনিকে নিযুক্ত সিএইচসিপি চাকরি নিয়ে অন্যত্র চলে যাবার পর নুতন করে কাউকে নিয়োগ না দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে স্থানীয় চার গ্রামের লোকজন ওই ক্লিনিক থেকে কোন ধরনের সেবা পাচ্ছেননা বলে অভিযোগ পাওয়া গেছে।

    খোঁজ নিয়ে জানা যায়, নান্দাইল উপজেলায় ৪০টি কমিউিনিটি ক্লিনিক চালু আছে। তার মধ্যে মোয়াজ্জেমপুর ইউনিয়নের (ইউপির) সৈয়দগাও কমিউনিটি ক্লিনিক একটি। সর্বশেষে গত ২০২৩ সালে ১ মার্চ আকলিমা বেগম নামে একজন সিএইচসিপি পদে ওই ক্লিনিকে যোগদান করেন। কিন্তু বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক পদে চাকরি হলে একই বৎসরের অক্টোবর মাসে তিনি সিএইচসিপি চাকরি ছেড়ে শিক্ষক পদে যোগদান করেন। তখন থেকেই ওই ক্লিনিকে সিএইচসিপি’র পদটি খালি পড়ে আছে। এ কারণে স্থানীয় লোকজন দুই বছর ধরে ওই ক্লিনিক থেকে সব ধরনের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত রয়েছে।

    সরেজমিন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ওই ক্লিনিকে গিয়ে দেখা যায় সেটি বন্ধ রয়েছে। ক্লিনিকের জমিদাতা মনির উদ্দিন খান মিনু জানান,তাঁর এক মেয়েকে চাকরি দেওয়া হবে শর্তে তিনি ক্লিনিকের জন্য জমি দিয়েছিলেন। কিন্তু চাকরি দেওয়া হয়নি। দূরের মানুষকে এখানে নিয়োগ দেওয়া হয়। ফলে তারা কোনদিনই নিয়মিত ক্লিনিকে আসেনা। এখন দুই বছর ধরে ডাক্তার (সিএইচসিপি) আসেনা,তাই রোগীও আসেনা।

    প্রতিবেশী বৃদ্ধ হাফিজ উদ্দিন মীর জানান, ৪ থেকে ৫ গ্রামের মানুষ এখান থেকে সেবা পেত,দুই বছর ধরে সেটা বন্ধ রয়েছে।বৃদ্ধা আঙ্গুরা বেগম ক্ষোভের সাথে বলেন,‘ডাক্তর আইয়েনা,এর লাইগ্যা উপজেলা হাসপাতাল গিয়া ওষুধ আনন(আনতে)লাগে,এইহানে ডাক্তর দেয়না তে এইডা বানাইছে কেরে (কেন)’!

    সাবেক সিএইচসিপি আকলিমা বেগম জানান, তিনি কর্মরত থাকা অবস্থায় প্রতিদিন ৮০ থেকে ১০০ রোগি সেবা নিতেন। সিএইচসিপি না থাকায় এখন রোগি না আসার বিষয়টি তিনি শুনেছেন।

    এ বিষয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা সুলতানা জানান, ওই ক্লিনিকে একজন সিএইচসিপি নিয়োগ দেবার জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবরে বেশ কয়েকবার চিঠি পাঠিয়েছেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…