মেক্সিকোর জলিস্কো রাজ্যের আক্রন স্টেডিয়ামের পাশের এলাকা থেকে প্রায় পাঁচশ ব্যাগে ভরা মানুষের দেহাবশেষ। আগামী ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচ এ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত সেপ্টেম্বরেও এ স্টেডিয়ামের পাশ থেকে মানব দেহবাশিষ্ট পাওয়া গিয়েছিল।
অনুসন্ধানকারী দলগুলো নিশ্চিত করেছে যে এই মৃতদেহগুলোর সঙ্গে আপরাধী গোষ্ঠীর সংযোগ রয়েছে, আর জলিস্কো হলো মেক্সিকোর অন্যতম শক্তিশালী কার্টেলের কেন্দ্র। মূলত মেক্সিকোর মাদক পাচার চক্র পরিচিত কার্টেল নামে।
জলিস্কো রাজ্য দীর্ঘদিন ধরেই শক্তিশালী অপরাধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে। মেক্সিকোর প্রভাবশালী নিউ জেনারেশন কার্টেলের ঘাঁটি হিসেবে জলিস্কো কুখ্যাত। এই চক্রকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছেন।
মেক্সিকোতে নিখোঁজ মানুষের সংখ্যা ১ লাখ ৩০ হাজারেরও বেশি। এর মধ্যে সর্বোচ্চ নিখোঁজ জলিস্কোতেই। ন্যাশনাল সার্চ কমিশনের তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে এখানে নিখোঁজ হয়েছেন ৭,৩৭৬ জন। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে আরও ৯,৫৯৩ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।
এদিকে আগামী বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে আয়োজিত হবে ফিফা বিশ্বকাপ। ফলে এ ঘটনার পর প্রশ্ন উঠেছে মাত্র ছয় মাস পর বিশ্বকাপের গ্রুপ ম্যাচ আয়োজনের উপযোগী কি না রাজ্যটি।
স্থানীয় প্রশাসন বলছে, নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বড় ধরনের ব্যবস্থা। বাড়ানো হচ্ছে নজরদারি ক্যামেরা, যুক্ত হচ্ছে বিশেষ বর্মবাহিত যান, মেটাল ডিটেক্টর, পাশাপাশি মাঠে থাকবে ন্যাশনাল গার্ডের বিশেষ বাহিনী।
বিশ্বকাপের আগে আক্রন স্টেডিয়ামে আরও আয়োজন করা হবে ইন্টার–কনফেডারেশন প্লে-অফ ম্যাচগুলোর। সেখানে নিউ ক্যালেডোনিয়া মুখোমুখি হবে জ্যামাইকা, আর সেই ম্যাচের বিজয়ী খেলবে ডিআর কঙ্গোর বিপক্ষে। এখান থেকেই একটি দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে।
আরডি