আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে দল শক্তিশালী দল গঠন করছে রংপুর রাইডার্স। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে এবার দলে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার ডেভিড মালান। শনিবার (৬ ডিসেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে রংপুর এই খবর নিশ্চিত করেছে।
বিপিএলের সর্বশেষ আসরে মালান ফরচুন বরিশালের জার্সিতে খেলেছেন। যদিও সেই সময়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, তবে মাঠে তার ধ্বংসাত্মক ব্যাটিং ক্ষমতা একাধিকবার প্রমাণিত।
রংপুর টিম ম্যানেজমেন্ট আশা করছে, মালানের অন্তর্ভুক্তি দলের টপ অর্ডারকে আরও স্থিতিশীলতা এবং শক্তি যোগ করবে।
মালানের পাশাপাশি দলে সরাসরি চুক্তি করেছে কাইল মেয়ার্স, ইফতিখার আহমেদ ও ফাহিম আশরাফের মতো তারকা ক্রিকেটারদের। তবে ফাহিম পুরো মৌসুম খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
এর আগে নিলামের আগে খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিমকে দলে ভেড়িয়েছে রংপুর। নিলামের মাধ্যমে দলে যুক্ত হয়েছেন এমিলিও গে এবং মোহাম্মদ আখলাক।
আরডি