পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় (কেপি) দুটি পৃথক অভিযানে ভারত-সমর্থিত ফিতনা আল-খাওয়ারিজ গোষ্ঠীর ৯ সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
শনিবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়। খবর জিও নিউজের।
সেনাবাহিনীর জনসংযোগ শাখা থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৫ ডিসেম্বর) কেপির ট্যাংক ও লাক্কি মারওয়াত জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। ট্যাংকে পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে সাত সন্ত্রাসী নিহত হয়। অন্য অভিযানে লাক্কি মারওয়াতে নিরাপত্তা বাহিনী আরও দুই খারিজকে হত্যা করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আইএসপিআর জানায়, ‘অভিযানে নিহত ভারত-সমর্থিত খারিজদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।’
এ ছাড়া এলাকায় উপস্থিত অন্যান্য ভারত-সমর্থিত সন্ত্রাসী চিহ্নিত ও নির্মূল করতে স্যানিটাইজেশন অভিযান চালানো হচ্ছে বলেও জানায় সংস্থাটি।
ট্যাংক ও লাক্কি মারওয়াত জেলায় ফিতনা আল-খাওয়ারিজ সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল দুইটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনার জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।
২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী কেপি ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলার ঘটনায় ব্যাপক বৃদ্ধি দেখা গেছে।
গত ২৫ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, চলতি বছর পাকিস্তানে মোট ৬৭ হাজার ২৩টি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালিত হয়েছে—যার বেশিরভাগই কেপি ও বেলুচিস্তানে।
তিনি জানান, নভেম্বর পর্যন্ত কেপিতে পরিচালিত ১২ হাজার ৮৫৭টি এবং বেলুচিস্তানে পরিচালিত ৫৩ হাজার ৩০৯টি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে ১ হাজার ৮৭৩ সন্ত্রাসী হতাহত হয়েছে। এর মধ্যে অন্তত ১৩৬ জন আফগান নাগরিক।
এবি