মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার শ্রীনগর ঈদগাঁ মাঠে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক একেএম গিয়াসউদ্দিন।
সভাপতিত্ব করেন আব্দুর রশিদ ঢালী, এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন আহ্বায়ক কমিটি সদস্য নাসির উদ্দিন ঢালী।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন হুমায়ুন ঢালী ও খসরু ঢালী।
দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাবেক স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ভি.পি. মাসুম,মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী,মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক। মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, গজারিয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা আইভী, সাধারণ সম্পাদক লাভলী আক্তার প্রমুখ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন কামরুজ্জামান রতনের স্ত্রী নূর-ই-জান্নাত রশ্মি, যিনি নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে হাজারো নেতাকর্মী ও স্থানীয় মানুষের অংশগ্রহণে মিলনায়তনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, মানবিক সহায়তা ও প্রার্থনার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসআর