নওগাঁর ধামইরহাট উপজেলায় দিঘি খননের সময় প্রায় ১৫ কোটি টাকা মূল্যের একটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর শিমুলতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।
বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সীমান্ত পিলার ২৫৯ এমপি থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নলপুকুর বুড়োল দিঘি এলাকায় স্থানীয় লোকজন দিঘি খননের সময় একটি প্রাচীণ মূর্তি দেখতে পান। বিষয়টি জানতে পেরে ৬ সদস্যের একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দিঘি থেকে মূর্তিটি উদ্ধার করে।
পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সুবেদার মো. তহুরুল ইসলাম এর নেতৃত্বে বিজিবির সদস্যরা মূর্তিটি উদ্ধার করেন। এর আগে দিঘি খনন করার সময়ে মূর্তিটি নজরে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি মূর্তিটি উদ্ধার করেছেন।মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।
এইচএ