আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান-এর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শাকিল উজ্জামানের বাবা ও গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ গোপালপুর উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান-এর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত রাজনীতি গড়ে তুলতে শাকিল উজ্জামান দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলনের মাধ্যমে টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের নির্বাচনী প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল।
মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আরডি