এইমাত্র
  • নোয়াখালীতে শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার
  • চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পূজার্তীর মৃত্যু
  • বড়দিনের বর্ণিল সাজে সজ্জিত ইতালি
  • ইকবালকে বাদ দিয়ে এহসানুল হুদাকে মনোনয়ন, রেলপথ অবরোধ
  • বেনাপোল স্থলবন্দরে কেমিক্যাল শেডের নিরাপত্তা ঝুকি নিয়ে ৭ নির্দেশনা
  • পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
  • দালাল সিন্ডিকেটের কবলে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স
  • ত্রিশালে জমি দখলের অভিযোগে থানায় মামলা
  • টাঙ্গাইল-২ আসনে শাকিল উজ্জামানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন
  • বৃহস্পতিবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
  • আজ বুধবার, ১০ পৌষ, ১৪৩২ | ২৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    জামালপুরে জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী গ্রেপ্তার

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ এএম
    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ এএম

    জামালপুরে জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী গ্রেপ্তার

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ এএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরে স্বতন্ত্র প্রার্থী ও মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলালকে গ্রেপ্তার করা হয়েছে।

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জামালপুর পৌর শহরের মৃধাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।

    রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় বিগত ২০২৪ সালে মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করে নির্বাচিত হন ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলাল। গণঅভ্যূত্থানের পর বর্তমান অন্তবর্তী সরকার ওই বছরের ১৯ আগস্ট তাকে অপসারণ করে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলাল নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং মঙ্গলবার জেলা নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়নপত্রও ক্রয় করেন। তার প্রার্থী হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হয়।

    ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলাল জামালপুর পৌর শহরের মৃধাপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ-১ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

    বুধবার সকালে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি) আব্দুল কাইয়ুম বলেন, চলমান ডেভিল হান্ট-২ অভিযান পরিচালনা করে শহরের মৃধাপাড়া এলাকা থেকে মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলালকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিস্ফোরক মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলাল মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংশ্লিষ্ট মাদারগঞ্জ থানায় খোজ নিলে জানতে পারবেন।

    মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহমেদ বলেন, আওয়ামী লীগ নেতাদের সাথে ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলালের ছবি রয়েছে। তবে তিনি উপদেষ্টা কিনা জানা নেই।

    তিনি মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের বিরুদ্ধে নির্বাচন করে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…