মুন্সিগঞ্জে বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং পরিমাণ উল্লেখ না করায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সদর উপজেলার পুরাতন কাচারি এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি নূর বীজ ভান্ডার ও মুন্সিগঞ্জ সীড হাউজের বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং পরিমাণ উল্লেখ না থাকার অপরাধে নূর বীজ ভান্ডারের মালিক নূর হাসানকে ৩ হাজার টাকা এবং মুন্সিগঞ্জ সীড হাউজের মালিক মোহাম্মদ জামালকে ৩ হাজারসহ মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা গোলাম হাসান মজুমদার এবং ব্যাটালিয়ন আনসার মুন্সিগঞ্জের একটি টিম।
আরডি