জয়পুরহাটে সীমান্তে অবৈধ যৌন উত্তেজক সিরাপসহ মাহফুজার রহমান (২৬) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৩ লাখ ১ হাজার ৭২০ টাকা মাত্র।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় ২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরআগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে পাঁচবিবি উপজেলার ধানসিঁড়ি আবাসিক এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
আটককৃত মাহফুজার রহমান পাঁচবিবি উপজেলার পূর্বকড়িয়া গ্রামের বাবু হোসেনের ছেলে বলে জানাগেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী এবং সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল ধানসিঁড়ি আবাসিক এলাকার ওই গোডাউনে তল্লাশি চালায়। অভিযানে একেএল-ওয়ান, লায়ন জুস, জেনসি, গাছান্তর, ও বাজীসহ প্রায় ৩২ ধরণের বিপুল পরিমাণ ভারতীয় ও দেশীয় অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। এ সময় হাতেনাতে মাহফুজার রহমানকে আটক করে বিজিবি।
অভিযানে উদ্ধারকৃত উল্লেখযোগ্য মালামালের মধ্যে রয়েছে- ৩ হাজার ৮১০ বোতল একেএল-ওয়ান, ৩ হাজার ৪৫০ বোতল জেনসি, কয়েক হাজার বোতল লায়ন জুসসহ অন্যান্য জুস, এক হাজার ৫৮০ বোতল গাছান্তর এবং ১০ প্যাকেট প্রোকিউআর থ্রীজিআর বিষ। উদ্ধারকৃত এসব মালামালের বাজার মূল্য ৪৩ লাখ এক হাজার ৭২০ টাকা ধরা হয়েছে।
এসআর