এইমাত্র
  • নোয়াখালীতে শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার
  • চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পূজার্তীর মৃত্যু
  • বড়দিনের বর্ণিল সাজে সজ্জিত ইতালি
  • ইকবালকে বাদ দিয়ে এহসানুল হুদাকে মনোনয়ন, রেলপথ অবরোধ
  • বেনাপোল স্থলবন্দরে কেমিক্যাল শেডের নিরাপত্তা ঝুকি নিয়ে ৭ নির্দেশনা
  • পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
  • দালাল সিন্ডিকেটের কবলে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স
  • ত্রিশালে জমি দখলের অভিযোগে থানায় মামলা
  • টাঙ্গাইল-২ আসনে শাকিল উজ্জামানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন
  • বৃহস্পতিবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
  • আজ বুধবার, ১০ পৌষ, ১৪৩২ | ২৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পটুয়াখালী ৩: জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শাহ আলমের মনোনয়নপত্র সংগ্রহ

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম
    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

    পটুয়াখালী ৩: জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শাহ আলমের মনোনয়নপত্র সংগ্রহ

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (২৪ডিসেম্বর) দুপুর ১২ টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা বায়তুলমাল সম্পাদক নজরুল ইসলাম সোহাগ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পটুয়াখালী জেলার সভাপতি সাইদুর রহমান খান পাভেল, গলাচিপা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. জাকির হোসেন, সেক্রেটারি সানাউল্লাহ শামীম, দশমিনা উপজেলা আমীর মো. লুৎফর রহমান, সাবেক গলাচিপা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ইয়াহিয়া খান এবং গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহ আলমসহ জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    এ বিষয়ে অধ্যাপক মু. শাহ আলম বলেন, আজকে মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়ার ভেতরে প্রবেশ করেছি। এর ফলে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের পছন্দের তালিকায় আমাদের স্থান করে দিতে পারেন, তাহলে আমাদের সফলতা অনিবার্য হবে। তিনি আরও বলেন, আমরা বিজয়ের পথে প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাচ্ছি। গলাচিপা ও দশমিনার জনগণের দোয়া ও সমর্থন কামনা করছি।

    উল্লেখ্য, ১১৩ পটুয়াখালী–৩ আসনে ইতিমধ্যেই গলাচিপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত মুফতি আবু বকর ছিদ্দিকী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করার কথা জানিয়েছেন দলটির নেতারা। ফলে আসনটিতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই জোরালো হয়ে উঠছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…