মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ বাসুডিন ও গ্রোজিংকসহ মেয়াদ উত্তির্ন কিছু বালাইনাশক মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৬২ কেজি বাসুডিন ও ৭০ কেজি গ্রোজিংকসহ মেয়াদ উত্তির্ন বালাইনাশক জব্দ করা হয়।
আজ বুধবার বিকেলে উপজেলার লতব্দী ইউনিয়নের গোডাউন বাজারের হাজী এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারী। অভিযানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলমকে জরিমানা করা হয়। এছাড়া উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি বাজার ও সিরাজদিখান বাজারে কীটনাশক ও সারের বিভিন্ন ডিলারের প্রতিষ্ঠানেও মনিটরিং চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারী জানান, বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত বিভিন্ন কীটনাশক বিক্রির প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটির ভেতরে কার্টুনভর্তি অবস্থায় নিষিদ্ধ ও অনুমোদনহীন বাসুডিন ৬২ কেজি, গ্রোজিংক ৭০ কেজিসহ মেয়াদ উত্তির্ন কিছু বালাইনাশক পাওয়া যায়, যা বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাইদ শুভ্র, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশাররফ হোসেন এবং পুলিশ ফোর্সের সদস্যরা।
এনআই