বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ২০২-এ বিশেষভাবে এ-১ সিট বরাদ্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় (লন্ডন সময়) পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের বাসা থেকে হিথরো বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তিনি। ১৭ বছর পর প্রবাসজীবন শেষ করে দেশে ফেরার যাত্রা এটি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ফ্লাইটের নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনা বিবেচনায় নিয়ে গতকালও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বৈঠক করেছে।
ওই বৈঠকে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে তারেক রহমানকে বহনকারী বিমানের নিরাপত্তার নানা দিক বিশ্লেষণ করা হয়েছে।
এদিকে লন্ডন থেকে তারেক রহমান সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন তাঁর দেশে ফেরা উপলক্ষে যেন কোনো বিমান যাত্রী হয়রানির শিকার না হন।
ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিট) লন্ডন হিথরো থেকে প্রস্থান করবে।
পরিকল্পিতভাবে সিলেটে প্রথম অবতরণ সকাল ৯টা ৫৫ মিনিটে হবে। সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর বিমান সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। শেষপর্যায়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১১টা ৪৫ মিনিটে অবতরণ করবে।
বিমান সূত্রে জানা গেছে, ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে পরিচালিত হচ্ছে।
রুটটি লন্ডন হিথরো–সিলেট-টু-ঢাকা এবং উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে বিমান পরিচালনায় বিশেষ সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তারেক রহমান উড়োজাহাজের এ-১ সিটে অবস্থান করছেন।
বিমান জানিয়েছে, ফ্লাইটের নিরাপত্তা, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং সিকিউরিটি ব্যবস্থায় অতিরিক্ত সমন্বয় করা হয়েছে, যা বিজি ২০২ পরিচালনার গুরুত্ব এবং সংবেদনশীলতার প্রতিফলন।
এফএস