এইমাত্র
  • ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে রাশিয়ার হামলায় কাঁপল কিয়েভ
  • পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী গভর্নরের মৃত্যু
  • ভারতের আসামে মাঝারি মাত্রার ভূমিকম্প
  • ভারতে বিনা নোটিশে গুঁড়িয়ে দেয়া হলো ৪০০ মুসলিম পরিবারের ঘর
  • বরিশালে শীতের পোশাকের দোকানে উপচেপড়া ভিড়
  • চুয়াডাঙ্গায় ১৪ ভারতীয় নাগরিককে পুশইন
  • অবাধ ও সুষ্ঠ নির্বাচনে সরকার কঠোর অবস্থানে রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
  • নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
  • চকরিয়ায় যানজটের ভোগান্তি
  • শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ, ভালো ফলনের আশা
  • আজ শনিবার, ১৩ পৌষ, ১৪৩২ | ২৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    হাদী হত্যার প্রকাশ্যে বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম

    হাদী হত্যার প্রকাশ্যে বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম

    কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া গেছে চিঠি। সেখানে নাম-পরিচয়হীন অজ্ঞাত এক ব্যক্তির চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

    ৩ মাস ২৭ দিন পর শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে পাগলা মসজিদে ১৩টি দানবাক্স খোলা হয়। এতে মিলেছে ৩৫ বস্তা টাকা। পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এনে গণনা শুরু করা হয়। সেই সঙ্গে পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। এসব টাকার সঙ্গে রয়েছে নামে-বেনামে অসংখ্য চিঠি। একটি চিঠিতে নামপরিচয়হীন একজন লিখেছেন—“হাদী হত্যার প্রকাশ্যে বিচার চাই।”

    কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এছাড়া বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যও উপস্থিত ছিলেন।

    এর আগে এমন আরেকটি চিঠি ফেসবুকে ভাইরাল হয়েছিল। এতে লেখা ছিল—“ডাইনি হাসিনাকে তার কর্মের শাস্তি না দেখা পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখ। আল্লাহ অনেক আলেমকে কষ্ট দিয়েছেন। আমার প্রিয় সাঈদিকে অনেক অত্যাচার করা হচ্ছে।”

    চিঠিতে আরও লেখা ছিল—“হে আল্লাহ, আমার প্রিয় বাংলাদেশে একজন ওমর (রাঃ) মতো শাসক পাঠাও।”

    একটি চিরকুটে লেখা ছিল—“হে আল্লাহ, আপনি আমার স্বামী মোঃ জসিমকে পাগলা মসজিদের ওসিলাতে একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিন। আপনি আমার স্বামীকে হেফাজত রাখুন ও আমাদের রিযিকের ব্যবস্থা করুন। হে আল্লাহ, আপনি পাগলা বাবার ওসিলাতে চাকরির ব্যবস্থা করে দিন। আমিন।”

    মানুষের মনের বাসনা পূরণে বিভিন্ন আশায় পাগলা মসজিদের দানবাক্সে বেনামে চিঠি লিখেছেন একজন ব্যক্তি।

    টাকা গণনার কাজে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, সদর উপজেলার নির্বাহী অফিসার কামরুল হাসান মারুফ, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ আলী হারেছীসহ ঐতিহাসিক জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ২২০ ও পাগলা মসজিদের নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ১২০ জন ছাত্র, ব্যাংকের ১০০ জন স্টাফ, মসজিদ কমিটির ৩৪ জন ও আইনশৃঙ্খলা বাহিনীর ২০ জন সদস্য অংশ নিয়েছেন।

    এর আগে একটি চিরকুটে লেখা ছিল—“আল্লাহ, আমি যেন একটি মানসম্মত নাম্বার পাই এবং একটি ভালো কলেজে ভর্তি হতে পারি। আমার মাথার সব খারাপ চিন্তা দূর হয়ে যাক। আল্লাহ, আমার মা-বাবাকে ভালো রাখুন। আমি যেন রফিকুল ইসলাম কলেজে ভর্তি হতে পারি।”

    এছাড়াও বিভিন্ন সময়ে চিঠিতে দরিদ্র ও অভাবগ্রস্তদের আকুতি উল্লেখ করা হয়েছে। ২০২২ সালের ১ অক্টোবরও একটি অনার্স পড়ুয়া শিক্ষার্থীর চিঠি পাওয়া গিয়েছিল, যেখানে লেখা ছিল—“আমাকে বাঁচাও আত্মহত্যার হাত থেকে। আমি বাঁচতে চাই, আর নিতে পারছি না বেকারত্বের বোঝা। সব খোঁচা দেওয়া কথা। একটা চাকরি হলে হয়তো বেঁচে যেতাম।”

    এর আগে চলতি বছরের ৩০ আগস্ট পাগলা মসজিদের দানবাক্স খুলে রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া যায়। টাকার পাশাপাশি হীরা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও বিপুল পরিমাণে পাওয়া গেছে।

    কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা জানান, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদটি ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম একটি জায়গা। সকল ধর্মের মানুষ এখানে দান করে থাকেন। তাদের দানের অর্থে একটি দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স তৈরি করা হবে, যেখানে একসাথে ৩০ হাজার মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন। মসজিদটির নকশা প্রণয়নের কাজ শীঘ্রই শুরু হবে।

    তিনি বলেন, এবার তিন মাস ২৭ দিন পর দানবাক্স খোলা হলে রেকর্ড ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে। ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন।

    কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত মসজিদটির ১৩টি লোহার দান সিন্দুক রয়েছে। প্রতি তিন মাস পর দান সিন্দুক খোলা হয়। এবার ৩ মাস ২৭ দিন পর দান সিন্দুক খোলা হয়েছে। এতে মিলেছে রেকর্ড ৩৫ বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। এছাড়া রয়েছে মনোবাসনা পূর্ণ করতে বিভিন্ন চিরকুট।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…