এইমাত্র
  • তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
  • ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে রাশিয়ার হামলায় কাঁপল কিয়েভ
  • পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী গভর্নরের মৃত্যু
  • ভারতের আসামে মাঝারি মাত্রার ভূমিকম্প
  • ভারতে বিনা নোটিশে গুঁড়িয়ে দেয়া হলো ৪০০ মুসলিম পরিবারের ঘর
  • বরিশালে শীতের পোশাকের দোকানে উপচেপড়া ভিড়
  • চুয়াডাঙ্গায় ১৪ ভারতীয় নাগরিককে পুশইন
  • অবাধ ও সুষ্ঠ নির্বাচনে সরকার কঠোর অবস্থানে রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
  • নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
  • চকরিয়ায় যানজটের ভোগান্তি
  • আজ শনিবার, ১৩ পৌষ, ১৪৩২ | ২৭ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    ভারতের আসামে মাঝারি মাত্রার ভূমিকম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম

    ভারতের আসামে মাঝারি মাত্রার ভূমিকম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম

    ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১২ মিনিটের দিকে এই ভূমিকম্প আঘাত হানে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

    ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) বলছে, ভারতের মেঘালয়ের শিলং থেকে প্রায় ১৩৫ কিলোমিটার (৮৪ মাইল) দূরে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যদিও ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) বলছে, আসামে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫।

    ইএমএসসির তথ্য অনুযায়ী, আসামে আঘাত হানা ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে। আসামের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ৯১ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্ব এবং ধেকিয়াজুলি শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার পশ্চিমে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।

    দেশটির স্থানীয় সংবাদমাধ্যম বলছে, শনিবার আঘাত হানা ভূমিকম্পন আসামের বিস্তৃত এলাকাজুড়ে অনুভূত হয়েছে। ভূমিকম্পটি অগভীর হওয়ায় সমান মাত্রার কোনও গভীর ভূমিকম্পের তুলনায় উপকেন্দ্রের কাছে কম্পন বেশি অনুভূত হয়েছে।

    প্রাথমিকভাবে ওই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের আতঙ্কে স্থানীয় অনেক বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

    কেন্দ্রস্থল থেকে ১৭ কিলোমিটার দূরে অবস্থিত ঢেকিয়াজুলি, ২১ কিলোমিটার দূরে উদালগুড়ি, ২৮ কিলোমিটার দূরে খারুপতিয়া, ৩২ কিলোমিটার দূরে ধিং, ৩৮ কিলোমিটার দূরে রাঙ্গাপাড়া, ৪২ কিলোমিটার দূরে মঙ্গলদই, ৫০ কিলোমিটার দূরে তেজপুর এবং ৫৪ কিলোমিটার দূরের নগাঁও এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

    ভারতের আসাম এবং বাংলাদেশের সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় গত কিছুদিন ধরে ছোট ও মাঝারি মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…