এইমাত্র
  • ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে রাশিয়ার হামলায় কাঁপল কিয়েভ
  • পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী গভর্নরের মৃত্যু
  • ভারতের আসামে মাঝারি মাত্রার ভূমিকম্প
  • ভারতে বিনা নোটিশে গুঁড়িয়ে দেয়া হলো ৪০০ মুসলিম পরিবারের ঘর
  • বরিশালে শীতের পোশাকের দোকানে উপচেপড়া ভিড়
  • চুয়াডাঙ্গায় ১৪ ভারতীয় নাগরিককে পুশইন
  • অবাধ ও সুষ্ঠ নির্বাচনে সরকার কঠোর অবস্থানে রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
  • নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
  • চকরিয়ায় যানজটের ভোগান্তি
  • শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ, ভালো ফলনের আশা
  • আজ শনিবার, ১৩ পৌষ, ১৪৩২ | ২৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মানিকগঞ্জে ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম
    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম

    মানিকগঞ্জে ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম

    মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইয়ের ছেলের ছোড়া ইটের আঘাতে চাচা আমির খান (৫৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

    শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

    নিহত আমির খান দক্ষিণ জামশা গ্রামের হোসেন খানের ছেলে এবং তিন সন্তানের জনক। অভিযুক্ত ভাতিজা ফয়সাল খান রিফাত (২২) আমির খানের সৎ ভাই খোরশেদ খানের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আমির খান ও তার সৎ ভাইয়ের ছেলে ফয়সাল খান রিফাতের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে গাছের ডালপালা কাটা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

    নিহতের পরিবারের অভিযোগ, উত্তেজনার সময় ফয়সাল খান রিফাত ইট ছুড়ে মারলে আঘাত পেয়ে আমির খান গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অভিযুক্ত রিফাতের পরিবারের দাবি, সেখানে কোনো মারামারি ঘটেনি। তাদের ভাষ্যমতে, তর্ক-বিতর্কের একপর্যায়ে আমির খান স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যান।

    খবর পেয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এবং এএসপি (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

    ওসি মো. মাজহারুল ইসলাম জানান, “জানা গেছে দেয়ালের পেছন থেকে ঢিল ছোড়া হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।”

    এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং নিহতের পরিবারে চলছে শোকের মাতম। ঘটনার পর থেকেই অভিযুক্ত ফয়সাল খান রিফাত পলাতক রয়েছেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…