বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে শীতজনিত রোগী ও শিশু রোগীর চাপ কয়েকগুণ বেড়ে গেছে। বেড সংকটের কারণে অনেক শিশু হাসপাতালের ফ্লোরে বসে চিকিৎসা নিচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শীতের প্রকোপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিউমোনিয়া, জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বর্তমানে ৪১ শয্যার বিপরীতে প্রায় আড়াই শতাধিক শিশু ভর্তি রয়েছে। শয্যা কম থাকায় এক বেডে ৩–৪ জন শিশুকে রাখা হচ্ছে।
শিশু ওয়ার্ডের চিকিৎসকরা জানান, বাড়তি রোগীর চাপ সামলাতে নার্স ও চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। তবে চিকিৎসা সেবা চালু রাখা হচ্ছে। হাসপাতালের বহির্বিভাগেও প্রতিদিন গড়ে ৫০০ এর বেশি শিশু চিকিৎসা নিচ্ছে।
রোগীদের অভিভাবকরা জানিয়েছেন, স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ খাওয়ানোর পরও তাদের শিশু সুস্থ হয়নি, তাই হাসপাতালে এনেছেন। শিশুদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে নিউমোনিয়া, জ্বর, সর্দি ও কাশি।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মসিউল মুনীর বাসস বলেন, “শিশু ওয়ার্ডে বেড সংখ্যা সীমিত হলেও আমরা সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি। রোগীর সংখ্যা বেশি হওয়ায় নার্সদের চাপ অনেক বেশি।”
বরিশালের আবহাওয়া অফিস জানায়, শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও মেঘলা আকাশের কারণে শীত আরও কঠিন অনুভূত হচ্ছে।
এনআই